শিরোনাম
◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজ ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি ◈ ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি কর্মকর্তা নাকি রাজনীতিবিদ, নাকি ব্যবসায়ী, কারা বেশি অর্থ পাচার করে?

শওগাত আলী সাগর : বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবারের আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এক বছর আগে টরন্টোয় আমরা অর্থপাচারের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন শুরু করেছিলাম। সেই সময় এ নিয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কেউ কোনো বক্তব্য দেয়নি। এবার সরকার নিজে পাচারকারীদের বিরুদ্ধে বক্তব্য নিয়ে হাজির হয়েছে। সরকারের এই অবস্থানকে আমরা স্বাগত জানাই, অর্থপাচারকারীদের বিরুদ্ধে সরকারের সকল পদক্ষেপের প্রতি আমাদের সমর্থন থাকবে।

‘লুটেরা রুখো স্বদেশ বাঁচাও’ স্লোগান দিয়ে টরন্টোয় বসবাসরত বাংলাদেশি কানাডীয়ানদের পক্ষ থেকে আমরা বলেছিলাম- বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে টাকা পয়সা লুট করে কিংবা দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ নিয়ে পৃথিবীর অন্য গোলার্ধে শান্তিপূর্ণভাবে বসবাস করা যাবে- এই ধারণাটি যে ঠিক নয়- এমন একটি বার্তা দিতেই আমরা আন্দোলন করছি। সে সময় আমরা বলেছিলাম, কানাডা বাংলাদেশের লুটেরা, দুর্নীতিবাজদের অভয়ারন্য হতে পারে না। আমাদের আন্দোলনের সেই স্পিরিট এখনো আগের মতোই আছে।

একটা বিষয় পরিষ্কার করি। সরকারি কর্মকর্তা না কি রাজনীতিবিদ না কি ব্যবসায়ী, কারা বেশি অর্থ পাচার করে সেই বিতর্কের অংশিদার আমরা হবো না। সব লুটেরা এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা চাইবো, সরকার বাংলাদেশ থেকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠিন অবস্থান নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়