শিরোনাম
◈ দিল্লির লাল কেল্লার মেট্রোস্টেশনের কাছে বিস্ফোরণে নিহত ৮, বহু হতাহত (ভিডিও) ◈ বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে 'নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই' ◈ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল ◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখে গামছা বেঁধে যমজ বোনকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মুগদায় স্কুলছাত্রী যমজ বোনকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করছে ভুক্তভোগীর পরিবার। রোববার (২২ নভেম্বর) বিকেলে শিশু দু’টিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে পুলিশ। সারাবাংলা

এই ঘটনায় অভিযুক্ত মাছের দোকানের কর্মচারী শিশু দু’টির আপন মামাতো ভাই ফরহাদ (২৩) পলাতক রয়েছে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) শেখ এনামুল করিম জানান, রোববার দুপুরে শিশু দুটির পরিবার থানায় গিয়ে অভিযোগ দেয়। এরপর অভিযোগটি মামলা আকারে নেওয়া হয়। মামলা নং- ৫৬। পরে শিশু দু’টির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।

মামলার এজহার থেকে জানা যায়, শিশু দু’টির পরিবার মুগদা এলাকায় থাকে। তাদের বাবা মৃত আর মা গৃহিণী। ১১ বছরের জমজ দু’বোন স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়ে। গত বুধবার বিকেলে মামাতো ভাই ফরহাদ তাদের দুই জনকে ডেকে নিজের বাসায় নিয়ে যায়। এরপর সেখানে তাদের দুই জনকে ভয়ভীতি দেখিয়ে ও আটকে রেখে ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে না বলার জন্য তাদেরকে আরও ভয় দেখায়।

পরে দুই বোন বাসায় গিয়ে তার মায়ের কাছে সব বলে দেয়। এরপর ফরহাদের পরিবার পারিবারিকভাবে ঘটনাটির সমাধান করে দিতে চায়। তবে গত পরশুদিন থেকে ফরহাদ ও তার পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কারণে রোববার দুপুরে থানায় গিয়ে মামলা দায়ের করা হয়।

এসআই আরও জানান, মামলা দায়েরের পর তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযুক্ত ফরহাদকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। হাসপাতাল থেকে প্রতিবেদন পেলে ঘটনাটি আরও পরিস্কার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়