শিরোনাম
◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখে গামছা বেঁধে যমজ বোনকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মুগদায় স্কুলছাত্রী যমজ বোনকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করছে ভুক্তভোগীর পরিবার। রোববার (২২ নভেম্বর) বিকেলে শিশু দু’টিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে পুলিশ। সারাবাংলা

এই ঘটনায় অভিযুক্ত মাছের দোকানের কর্মচারী শিশু দু’টির আপন মামাতো ভাই ফরহাদ (২৩) পলাতক রয়েছে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) শেখ এনামুল করিম জানান, রোববার দুপুরে শিশু দুটির পরিবার থানায় গিয়ে অভিযোগ দেয়। এরপর অভিযোগটি মামলা আকারে নেওয়া হয়। মামলা নং- ৫৬। পরে শিশু দু’টির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।

মামলার এজহার থেকে জানা যায়, শিশু দু’টির পরিবার মুগদা এলাকায় থাকে। তাদের বাবা মৃত আর মা গৃহিণী। ১১ বছরের জমজ দু’বোন স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়ে। গত বুধবার বিকেলে মামাতো ভাই ফরহাদ তাদের দুই জনকে ডেকে নিজের বাসায় নিয়ে যায়। এরপর সেখানে তাদের দুই জনকে ভয়ভীতি দেখিয়ে ও আটকে রেখে ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে না বলার জন্য তাদেরকে আরও ভয় দেখায়।

পরে দুই বোন বাসায় গিয়ে তার মায়ের কাছে সব বলে দেয়। এরপর ফরহাদের পরিবার পারিবারিকভাবে ঘটনাটির সমাধান করে দিতে চায়। তবে গত পরশুদিন থেকে ফরহাদ ও তার পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কারণে রোববার দুপুরে থানায় গিয়ে মামলা দায়ের করা হয়।

এসআই আরও জানান, মামলা দায়েরের পর তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযুক্ত ফরহাদকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। হাসপাতাল থেকে প্রতিবেদন পেলে ঘটনাটি আরও পরিস্কার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়