শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষের উপহার পেলেন হেনা আক্তার

আজিজুল ইসলাম: [২] মুজিববর্ষে হেনার সেই স্বপ্ন পূরণ হল। হেনার পরিবার একটি সেমিপাকা সুন্দর ঘর উপহার পেয়েছে। এই আনন্দে হেনার চোখে জল এসে যায়। এটা যেন তার স্বপ্নের বাস্তবায়ন।

[৩] হেনার স্বামী একজন রিক্সা চালক। ১ ছেলে আর স্বামীকে নিয়ে তার সংসার। জনাজীর্ণ ঝুপড়ি ঘরে থাকতেন হেনা আক্তার। ঝড়-বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকতো। ভূমিহীন হেনা বেগমের ঘর নিয়ে দুঃচিন্তার কমতি ছিল না।

[৪] গত ১৯ নভেম্বর মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারান মাধবপুর পৌর শহরের ১নং ওয়ার্ডে তার এই স্বপ্নের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

[৫] প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে উপজেলার ৩০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে আধাপাকা ঘর দেয়া হচ্ছে। দান করা জমি অথবা খাস জমিতে ঘরগুলো নির্মিত হচ্ছে। ২ শতাংশ জমিতে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুটি কক্ষ, একটি বারান্দা, একটি টয়লেট ও ব্যবহার উপযোগী খোলা জায়গা রাখা হয়েছে। ১৯ নভেম্বর একযোগে উপজেলার ৩০টি গৃহহীন পরিবারের ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হবে।

[৬] এ ব্যাপারে, হেনা আক্তার জানান, তার স্বামী সোহেল মিয়া একজন ভুমিহীন। বাড়িঘর না থাকায় মায়ের বাড়িতে পরিবার নিয়ে আশ্রিত ছিলেন তিনি। ২ শতক জায়গা তার মা সখিনা তাকে দান করেছেন। এই দানের জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটি ঘর উপহার দিয়েছেন। এটা তার কাছে স্বপ্নের মতো লাগছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়