শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরের মতলবে করোনা ‘নেগেটিভ’ ব্যক্তি ঢাকায় ‘পজিটিভ’

ডেস্ক রিপোর্ট: কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি, হাঁচি ও শ্বাসকষ্টে ভুগছিলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোরহান উদ্দিন খান (৫০)। পরীক্ষার জন্য নমুনা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত বুধবার ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা নেগেটিভ আসে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বোরহান উদ্দিনকে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানকার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব কিশোর বণিক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বোরহান উদ্দিন খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব জেবি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার বহরী এলাকায়।

রাজিব কিশোর বণিক বলেন, ওই প্রধান শিক্ষক কয়েক দিন আগে করোনার প্রায় সব উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা নেগেটিভ আসে। ওই দিন তাঁকে প্রথমে ঢাকার মুগদা হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সেখানকার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ আসে। প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়