শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরের মতলবে করোনা ‘নেগেটিভ’ ব্যক্তি ঢাকায় ‘পজিটিভ’

ডেস্ক রিপোর্ট: কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি, হাঁচি ও শ্বাসকষ্টে ভুগছিলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোরহান উদ্দিন খান (৫০)। পরীক্ষার জন্য নমুনা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত বুধবার ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা নেগেটিভ আসে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বোরহান উদ্দিনকে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানকার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব কিশোর বণিক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বোরহান উদ্দিন খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব জেবি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার বহরী এলাকায়।

রাজিব কিশোর বণিক বলেন, ওই প্রধান শিক্ষক কয়েক দিন আগে করোনার প্রায় সব উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা নেগেটিভ আসে। ওই দিন তাঁকে প্রথমে ঢাকার মুগদা হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সেখানকার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ আসে। প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়