শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরের মতলবে করোনা ‘নেগেটিভ’ ব্যক্তি ঢাকায় ‘পজিটিভ’

ডেস্ক রিপোর্ট: কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি, হাঁচি ও শ্বাসকষ্টে ভুগছিলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোরহান উদ্দিন খান (৫০)। পরীক্ষার জন্য নমুনা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত বুধবার ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা নেগেটিভ আসে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বোরহান উদ্দিনকে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানকার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব কিশোর বণিক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বোরহান উদ্দিন খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব জেবি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার বহরী এলাকায়।

রাজিব কিশোর বণিক বলেন, ওই প্রধান শিক্ষক কয়েক দিন আগে করোনার প্রায় সব উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা নেগেটিভ আসে। ওই দিন তাঁকে প্রথমে ঢাকার মুগদা হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সেখানকার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ আসে। প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়