শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরের মতলবে করোনা ‘নেগেটিভ’ ব্যক্তি ঢাকায় ‘পজিটিভ’

ডেস্ক রিপোর্ট: কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি, হাঁচি ও শ্বাসকষ্টে ভুগছিলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোরহান উদ্দিন খান (৫০)। পরীক্ষার জন্য নমুনা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত বুধবার ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা নেগেটিভ আসে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বোরহান উদ্দিনকে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানকার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব কিশোর বণিক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বোরহান উদ্দিন খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব জেবি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার বহরী এলাকায়।

রাজিব কিশোর বণিক বলেন, ওই প্রধান শিক্ষক কয়েক দিন আগে করোনার প্রায় সব উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা নেগেটিভ আসে। ওই দিন তাঁকে প্রথমে ঢাকার মুগদা হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সেখানকার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ আসে। প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়