শিরোনাম
◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন; বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা ◈ রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না’—অর্থ উপদেষ্টা ◈ নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক: প্রধান উপদেষ্টা  ◈ দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে, কাঠামো বদলাতে সময় লাগবে—দুদক চেয়ারম্যান (ভিডিও) ◈ সিইসির ভাষণ চূড়ান্ত, কাল-পরশু তফসিল: ইসি ◈ এক লাখ ঝুলে থাকা আবেদন নিষ্পত্তি—ভেরিফিকেশন বাতিলে গতি ফিরেছে পাসপোর্টে

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরের মতলবে করোনা ‘নেগেটিভ’ ব্যক্তি ঢাকায় ‘পজিটিভ’

ডেস্ক রিপোর্ট: কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি, হাঁচি ও শ্বাসকষ্টে ভুগছিলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোরহান উদ্দিন খান (৫০)। পরীক্ষার জন্য নমুনা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত বুধবার ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা নেগেটিভ আসে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বোরহান উদ্দিনকে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানকার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব কিশোর বণিক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বোরহান উদ্দিন খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব জেবি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার বহরী এলাকায়।

রাজিব কিশোর বণিক বলেন, ওই প্রধান শিক্ষক কয়েক দিন আগে করোনার প্রায় সব উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা নেগেটিভ আসে। ওই দিন তাঁকে প্রথমে ঢাকার মুগদা হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সেখানকার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ আসে। প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়