লিহান লিমা: [২] শনিবার থেকে শুরু হওয়া দুই দিনের এই অনলাইন জি-২০ সম্মেলনে মহামারীর কারণে বৈশ্বিক অর্থনীতির নাজুক অবস্থা এবং কোভিড-১৯ প্রতিরোধে আর্থিক কার্যক্রম মূল গুরুত্ব পাবে। সম্মেলনের প্রথম দিনের মূল উপপাদ্য ছিলো বৈশ্বিক বিনিয়োগ স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
[৩]সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ বৈঠক পরিচালনা করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ অন্যান বিশ্বনেতারা সম্মেলনে ভার্চুয়াল বক্তব্য দেবেন।
[৪]এই সম্মেলনে মহামারী প্রতিরোধ, বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু পরিবর্তন অন্যতম গুরুত্ব পাবে। ইউরোপিয় ইউনিয়ন নিম্ন আয়ের দেশগুলোর জন্য করোনার টিকা নিশ্চিতে ৪.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেবে। সেই সঙ্গে মহামারী প্রতিরোধে যৌথ চুক্তি এবং সবুজ বিনিয়োগের প্রস্তাবনা দেবে ইইউ।
[৫]রোববার ইইউ’ নেতা চার্লস মাইকেল বলবেন, ‘আন্তর্জাতিক চুক্তি আমাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে এবং সমন্বয় করে কাজ করতে সহায়তা করবে। বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় রোধে আরো অনেক বেশি করছাড় প্রয়োজন।’
[৬]ইউরোপিয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন বলেন, ‘আমাদের এবারের মূল উদ্দেশ্য মহামারীর বিরুদ্ধে লড়াই কিন্তু জলবায়ু পরিবর্তন কম গুরুত্বপূর্ণ নয়। ইইউ প্যারিস চুক্তি বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেবে। আমরা আশা করছি নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরবেন।’