শিরোনাম
◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান ◈ নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র? ◈ ১০০ বছর বড় কম্পন নেই—আজকের ভূমিকম্প বড় বিপদের ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা ◈ বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড  ◈ আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ  ◈ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত করলেন বিচারক

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় ৩১টি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় ১৩

সুজন কৈরী: রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের কামারপাড়া এলাকার ১৩ নম্বর রোডে নির্মাণাধীন একটি ভবন থেকে ৩১টির অবিস্ফোরিত হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে ১৩টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। আটক করা হয়েছে দুজনকে।

ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, উত্তরা পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক মাসুম এবং যুবদলের অন্য আরেক নেতা সোহেলকে উপনির্বাচনে ককটেল বিস্ফোরণের দায়ে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যে অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবনটি থেকে ৩১টি হাতবোমা উদ্ধার করা হয়। এরমধ্যে ১৩টি নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে বোমা তৈরির অনেক সরঞ্জাম পাওয়া গেছে।

ডিএমপির উত্তরা গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাজী শফিকুল আলম সাংবাদিকদের জানান, বোমা মজুতে জড়িত থাকার অভিযোগে তুরাগ থানা এলাকার সুমন ও মামুন নামে দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দুজনই স্থানীয় যুবদলের নেতা। তারা কেন সেখানে বোমাগুলো এনেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে শুক্রবার বিকেলে অবিস্ফোরিত বোমা থাকার খবরে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও বাড়িটি ঘিরে রাখে। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তাগুলো। পাশের বাসাগুলো থেকে কাউকে ভেতরে বা বাইরে যেতে দেয়া হচ্ছে না। ঘটনাস্থলে বোমাগুলো নিষ্ক্রিয় করতে পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ করছে।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, বিস্তারিত বলা যাচ্ছে না। প্রথমে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। বোমাসদৃশ বস্তু মনে হলে বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়। তারা এসে কাজ করছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়