শরীফ শাওন: [২] নিয়োগ প্রত্যাশীরা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ২০১৯ সালের পরীক্ষায় উত্তীর্ণ হলেও ৩৭ হাজার ১৪৮ জনের নিয়োগের বিষয়ে বিবেচনা করা হয়নি। ২০১৮ সালের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নিয়োগ বঞ্চিত প্রার্থীর সংখ্যা ১৯ হাজার ৭৮৮ জন।
[৩] শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্যানেল প্রত্যাশী-১৮ প্রার্থীদের ৩২তম এবং প্যানেল প্রত্যাশী-২০১৯ প্রার্থীদের ৪১ দিনের আমরণ অনশনে প্রার্থীরা একথা বলেন।
[৪] প্যানেল প্রত্যাশী-২০১৮ এর সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, প্যানেল নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি পালন করা হয়। ১৮৮ জন সংসদ সদস্য আমাদের সঙ্গে সম্মতি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ডিও লেটার পাঠায়।
[৫] তিনি বলেন, মন্ত্রণালয় ও অধিদপ্তরে আবেদন করা হলেও প্যানেলে নিয়োগের বিষয়টি বিবেচনা করা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে, পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।