সুজন কৈরী : রাজধানীর মিরপুরে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- ভুক্তভোগীর চাচাতো ভাই রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয় মিয়া ও ইমরান। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।
মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান জানান, বুধবার রাতে কল্যাণপুর হাউজ বিল্ডিং অফিসের পেছনে একটি খালি জায়গায় একজন তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এর পরপরই মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করার পাশাপাশি ওই তরুণীকে প্রাথমিক চিকিৎসা ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।