লিহান লিমা: [২] সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লেখা আত্মজীবনিমূলক বই ‘অ্যা প্রমিজ ল্যান্ড’ বাজারে ছাড়ার প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও কানাডাতে ৮ লাখ ৯০ হাজার কপি বিক্রি হয়েছে। প্রথম দিনের সমীক্ষা বলছে, আধুনিক ইতিহাসের সর্বোচ্চ বিক্রিত প্রেসিডেন্টের আত্মজীবনিমূলক বই হতে যাচ্ছে এটি। দ্য গার্ডিয়ান/এপি
[৩] প্রথম দিনেই বইটি পেঙ্গুইন র্যানডম হাউসে রেকর্ড গড়েছে। পূর্ব অর্ডার, ই-বুক এবং অডিও বুকের বিক্রির দিক দিয়েও প্রকাশনার রেকর্ড ছাড়িয়েছে।
[৪] পেঙ্গুইন র্যানডম হাউসের প্রকাশক ডেভিড ডার্ক বলেন, ‘আমরা প্রথম দিনের বিক্রিতে উচ্ছ্বসিত। প্রেসিডেন্ট ওবামার অসাধারণ লেখনির প্রতি পাঠকগণ তুমুল আগ্রহ দেখাচ্ছেন।’
[৫] ৭৬৮ পৃষ্ঠার এই বইতে ওবামার প্রেসিডেন্সির সময়ে নেয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ওসামা বিন লাদেনের হত্যা অভিযান, ডোনাল্ড ট্রাম্পের উত্থানসহ বিশ্বনেতাদের সম্পর্কে লেখা রয়েছে।
[৬] বুধবার অ্যামাজন ডট কম এবং বার্নস এন্ড নোবেল ডট কমে বিক্রির দিক দিয়ে শীর্ষে ছিলো ‘অ্যা প্রমিজ ল্যান্ড।’ বার্নস এন্ড নোবেলের সিইও জেমস ডান্ট বলেন, ‘প্রথম দিনে ৫০ হাজারের বেশি কপি বিক্রি হয়েছে। আশা করছি আগামী ১০ দিনের মধ্যে বইটি ৫ লাখের মতো বিক্রি হবে।’
[৭] এরআগে হোয়াইট হাউসের বাসিন্দাদের লেখা বইয়ের মধ্যে সর্বোচ্চ বিক্রির রেকর্ড ছিলো ২০১৮ সালে প্রকাশিত মিশেল ওবামার লেখা বই ‘বিকামিং’। উত্তর আমেরিকায় প্রথম দিনে বইটি ৭ লাখ ২৫ হাজার কপি বিক্রি হয়েছিলো। এখন পর্যন্ত বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ১ কোটির বেশি কপি।