শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতার ম্যাচের জন্য নির্বাচিত ২৭ ফুটবলার

নিজস্ব প্রতিবেদক : [২] বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে বৃহস্পতিবার কাতার যাচ্ছে জাতীয় ফুটবল দল। আগামী ৪ ডিসেম্বর দোহায় স্বাগতিক কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

[৩] করোনাভাইরাসের কারণে স্থগিত আছে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব। তবে বাংলাদেশ ও কাতার একমত হওয়ায় ম্যাচটি খেলার অনুমতি দিয়েছে ফিফা ও এএফসি। এই ম্যাচের মধ্য দিয়ে আবার মাঠে গড়াবে স্থগিত পর্ব।

[৪] গত ২৩ অক্টোবর অনুশীলন শুরু হয়েছিল বাংলাদেশের। জেমি ডে প্রাথমিক ক্যাম্পে ডেকেছিলেন ৩৬ ফুটবলারকে। এর মধ্যে দুইজন-মাসুক মিয়া জনি ও মতিন মিয়া যোগ দেননি ইনজুরিতে থাকায়। পরে ইনজুরি ও অসুস্থতার কারণে বাদ পড়েছেন ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজী ও গোলরক্ষক শহিদুল আলম সোহেল।

[৫] বাকি ৩১ ফুটবলারের মধ্যে ২৭ জনকে কাতার সফরের জন্য নির্বাচিত করেছেন কোচ জেমি ডে। মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেল, আরিফুর রহমান, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও মো. আবদুল্লাহকে বাদ দেয়া হয়েছে কাতার সফরের জন্য।

[৬] কাতার সফরের জন্য মনোনীত ২৭ ফুটবলার এবং ১০ জন কোচিং স্টাফ, অফিসিয়ালসহ মোট ৩৭ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। সবার করোনার পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই দল ঘোষণা করা হয়। -জাগো নিউজ

[৭] বাংলাদেশ দল : গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকু ও পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত ও মনজুরুর রহমান মানিক।
মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, মামুনুল ইসলাম, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, ম্যাথিউজ বাবলু ও সুমন রেজা।
- বাফুফে

  • সর্বশেষ
  • জনপ্রিয়