শাহীন খন্দকার: [২] গত ২৪ ঘণ্টায় ১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১৬ জন। ঢাকার বাইরে ১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।
[৩] চলতি বছর সব চেয়ে বেশি আক্রান্তের সংখ্যা অক্টোবরে ১৬৩ জন । নভেম্বরের এ পর্যন্ত আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৯৫ জন।
[৪] দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৮৭ জন এবং ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৪ জন। এছাড়া অন্যান্য বিভাগে রয়েছেন ৩ জন। গতকাল বুধবার ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব