শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলনবিলে বিনাচাষে রসুন লাগাতে ব্যস্ত চাষীরা

জাকির আকন : [২] শস্য ভান্ডারখ্যাত দেশের বৃহত্তর চলনবিল। আর এ বিল জুড়ে পানি নামার সাথে সাথে এ বছর শুরু হয়েছে বিনাচাষে রসুনের আবাদ। রসুনের বীজ রোপন করতে ব্যস্ত হয়ে পড়ছে নারী-পুরুষ, কিশোর ও কিশোরীরা। সাধারনত বিলের পানি কার্তিকের শুরুতেই নদীতে নেমে যায় কিন্তু এবছর বর্ষার পানি নামতে দেরি হওয়ায় মাসের শেষে বিলের পলিমাটি শুকিয়ে ওঠছে। এখন কৃষক কোন রকম হালচাষ ছাড়াই রসুন রোপন করছেন।

[৩] জানা যায়, এ বছর চলনবিলের পাবনার চাটমোহর, ভাংগুড়া, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক দফায় বর্ষায় কৃষি জমিগুলোতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়ে ফসল নষ্ট হয়ে পড়ে, এ জন্য বিলে পানি নামার সাথে সাথে ফাকা জমিতে বিনাচাষে রসুন রোপনের ধুম পড়েছে চলনবিল এলাকার উপজেলাগুলোতে। এ সকল উপজেলার সর্বোচ্চ অর্থকরী ফসল বিনাচাষে রসুনের বাম্পার ফলনের কারণে প্রতি মৌসুমে এলাকার কৃষকরা বিনাচাষে রসুনের রোপন করেন।

[৪] চাটমোহর উপজেলার চিনাভাতকুর, চরনবীন, ছাইকোলা, লাংগলমোড়া, বরদানগর, বিন্নাবাড়ী, ধানকুনিয়া এলাকায় গিয়ে দেখা যায়, চলনবিলের পানি নামার সাথে সাথে কৃষকের মাঝে চলছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা এবং বিলের যেদিকে চোখ মেলা যাবে সেদিকেই দেখা যাবে নারী-পুরুষ ও পাশাপাশি ছোট ছোট ছেলে-মেয়েরাও মিলে জমিতে লাইন ধরে বসে বসে রসুনের কোয়া রোপন করছেন। চলনবিলে এখন চলছে রসুন রোপনের ভরা মৌসুম।

[৫] চাটমোহর উপজেলার চিনাভাতুকর গ্রামের কৃষক আজির উদ্দিন জানান, প্রতিবছরের মতো এবারো ৩ বিঘা জমিতে রসুন লাগাচ্ছেন, এরমধ্য বিনাচাষে ২ বিঘা জমিতে রসুন লাগানো হয়েছে। একই গ্রামের কৃষক আজমত আলী ও আল মামুন বিনা চাষে ২ বিঘা জমিতে রসুন লাগিয়েছেন বলে জানান।

[৬] বিনাচাষে উৎপাদন পদ্ধতিঃ কার্তিক মাসের শেষে বিল থেকে পানি নেমে গেলে পলি জমা কাদা মাটিতে বিনা হালে সারিবদ্ধভাবে রসুনের কোয়া রোপন করা হয়। রোপন শেষে ধানের নাড়া(খড়) বিছিয়ে দেওয়া হয়। এর আগে জমিতে প্রতি বিঘা ২৫/৩০ কেজি টিএসপি, ২৫ কেজি পটাশ, ২০ কেজি জিপশাম ও ২ কেজি বোরন সার প্রয়োগ করা হয়। রোপনের ২৫/৩০ দিন পর বিঘা প্রতি ১৫/২০ কেজি ইউরিয়া সার দিয়ে পানি সেচ দেওয়া হয়। ৫০ দিন পর আবার দ্বিতীয় দফা ১২/১৫ কেজি ইউরিয়া সার প্রয়োগ করা হয়। রোপনের ৯৫/১০০ দিন পর রসুন উত্তোলনের করা যায়।

[৭] তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুতফুন্নাহার লতা জানান, চলনবিল এলাকায় বর্ষার পানি নামার সাথে সাথে কাদা মাটিতে কৃষক বিনাচাষে রসুন আবাদে লাভজনক হওয়ায় প্রতিবছর রসুন আবাদ বৃদ্ধি পাচ্ছে।

[৮] এ বছর তাড়াশ, চাটমোহর, গুরুদাসপুরসহ ৫টি উপজেলায় প্রায় ২১হাজার ২শ হেক্টর জমিতে রসুনের আবাদ হওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্য বিনাচাষে ৭৫৬০ হেক্টর জমিতে রসুন লাগানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়