শিরোনাম
◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কমলগঞ্জে সরকারি কাজে বাধার অভিযোগে থানায় মামলা , গ্রেপ্তার ৮

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি এলাকায় সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় গত সোমবার রাতে কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৫৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

[৩] মঙ্গলবার কমলগঞ্জ থানা পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন-সালাম মিয়া (৫২), দিলদার মিয়া (৩৩), মুকিদ মিয়া (৪২), মিজানুর রহমান (২০), সুমন আহমদ শিমুল (২১), আনকার মিয়া (২০), সাকিল মিয়া (২০), শওকত আলী (১৯)। তাদের বাড়ি ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি ও কানাইদেশী গ্রামে।

[৪] কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, সোমবার সকালে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি এলাকায় সোমবার সকালে আশ্রায়ণ-২ প্রকল্পের জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার অভিযানে গেলে স্থানীয় কতিপয় লোক সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। এ সময় দখলদারদের হামলায় সেলিনা আক্তার (২০) নামে এক নারী পুলিশ সদস্য আহত হন।

[৫] মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস শহিদ বলেন, গ্রেফতারকৃত ৮ আসামীকে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

[৬] এদিকে মঙ্গলবার সকালে সাড়ে ১১ টায় রাজকান্দি এলাকায় সরকারি খাস জমি উদ্ধারকালে দখলদারদের হামলায় আহত নারী পুলিশ সদস্য সেলিনা হোসেনকে দেখতে এবং চিকিৎসার খোঁজ নিতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে যান মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

[৭] উল্লেখ্য, ‘দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় “আশ্রয়ন-২” প্রকল্পের ২০টি গৃহ নির্মাণ কাজের জন্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরকারি জমি নির্ধারণ করে সেখানে সাইনবোর্ড স্থাপন করেছিলেন। তার আগেই অবৈধ দখলদারদের একটি অংশ সাইনবোর্ড ভেঙ্গে ফেলে দেয়। সোমবার সকালে পুৃলিশের একটি দল নিয়ে এসিল্যান্ড ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। সোমবার দুপুরে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় রাজকান্দি এলাকায় গৃহনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

[৮] কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক মামলা ও আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি প্রশাসন খুবই গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়