ডেস্ক রিপোর্ট: সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে অক্টোবর মাসে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান (বিপিএম)। বাংলা ট্রিবিউন
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রংপুর রেঞ্জ অফিস সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য এ ঘোষণা দেন।
পুলিশ বিভাগ জানান, অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে সর্বসম্মতিক্রমে কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খানকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই মূল্যায়ন সভায় নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এছাড়াও অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে মনোনীত হন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন।
অপরাধ পর্যালোচনা সভায় কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খানসহ জেলা ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, মো. মহিবুল ইসলাম খান ২০১৯ সালের ২৩ জুন পুলিশ সুপার হিসেবে কুড়িগ্রামে যোগদান করেন। যোগদানের পরই পুলিশের কনস্টেবল পদে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে জেলাবাসীর কাছে প্রশংসিত হন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া হাজারও মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছানো, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে যুক্ত থেকে জেলাবাসীর আস্থা কুড়াচ্ছেন এই কর্মকর্তা।