শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিথি পাখির মেলা বসেছে সুলতান নসরত বাদশাহ’র দিঘিতে, মুগ্ধ পাখির কলকাকলিতে

শাহাদাত হোসেন: [২] শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে রাউজানে বিভিন্ন দিঘি,বড় বড় পুকুর ও জলাশয়ে আসতেই শুরু করেছে অতিথি পাখি। প্রতিবছর শীতের মৌসুমে অতিথি পাখিরা বিভিন্ন দেশ থেকে দল বেঁধে ঝাঁকে ঝাঁকে উঁড়ে আসে আশ্রয় নেন এখানকার দিঘিগুলোতে।

[৩] এবারও বিভিন্ন প্রজাতির অতিথি পাখির ঝাঁক উঁড়ে এসে আশ্রয় নিয়েছেন রাউজানের লস্কর উজিরের দীঘি ও সুলতান নসরত বাদশাহ'র দিঘিতে। হাজারো মাইল অতিক্রম করে উঁড়ে আসা অতিথি পাখির কিচির-মিচির শব্দে দিঘির আশপাশের এলাকাগুলো মুখরিত হয়ে উঠেছে।বিশাল দিঘির জলে চোখ পড়লেই দেখা মিলবে হাজারো অতিথি পাখির মিলন মেলা বসেছে।পাখিরা জলে ভাসে ডানা মেলে উঁড়ে বেড়াচ্ছে দিঘির চারপাশে।

[৪] সরজিমনে দেখা গেছে, উপজেলার গহিরা ইউনিয়নের কোতোয়ালী ঘোনা এলাকায় সুলতান নশরত বাদশাহ'র দিঘিতে অতিথি পাখির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন স্থানীয়রা দিঘির পাড়ে সময় পার করেন।ছুটে আসেন দূরদূরান্ত থেকে দর্শনার্থীরাও। মুগ্ধ অতিথি পাখির কলকাকলিতে ।পাখি দেখতে আসা দর্শনার্থী ও এলাকার স্থানীয়মধ্যে মোগল শাসনের কথা স্মরনীয় হয়ে উঠে।জানা যায়, সুলতান নসরত বাদশাহ'র এই দিঘি আয়তন হচ্ছে ২৫ একর ২০ শতক। দিঘির চার পাড়ে এলাকার স্থানীয় বাসিন্দাদের কবরস্থানসহ চারটি অলি মাজার রয়েছে।

[৫] পশ্চিম পাশে হযরত মুফতি ছমিউদ্দিন শাহ ও হযরত আদল শাহার মাজার, পুর্বপাড়ে হযরত কানু মিয়াজির মাজার। এছাড়াও দিঘির দক্ষিণ- পূর্ব পাড়ে সুবিশাল পাকা দুটি পাকা ঘাটসহ দিঘির চার পাড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির সারি সারি বৃক্ষ।দিঘির দক্ষিণ পাড়ে বিশাল পাকা ঘাটের ছাদে নির্মাণ করা হয়েছে ব্যবসায়ী জামাল গোলতাজ আশরফ সুন্নিয়া ফোরকানীয়া নুরানী মাদ্রাসা।তাই প্রতিবছর শীতের সময় ভিনদেশী পাখিরা এই দিঘীতে ছুটে আসেন।

[৬] রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে ভিনদেশী অতিথি পাখি এখন রাউজানের বড় বড় দিঘিতে আশ্রয় নিয়েছেন। এসব পাখি যেন কেউ শিকার না করে তার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়া হয়। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়