শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিথি পাখির মেলা বসেছে সুলতান নসরত বাদশাহ’র দিঘিতে, মুগ্ধ পাখির কলকাকলিতে

শাহাদাত হোসেন: [২] শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে রাউজানে বিভিন্ন দিঘি,বড় বড় পুকুর ও জলাশয়ে আসতেই শুরু করেছে অতিথি পাখি। প্রতিবছর শীতের মৌসুমে অতিথি পাখিরা বিভিন্ন দেশ থেকে দল বেঁধে ঝাঁকে ঝাঁকে উঁড়ে আসে আশ্রয় নেন এখানকার দিঘিগুলোতে।

[৩] এবারও বিভিন্ন প্রজাতির অতিথি পাখির ঝাঁক উঁড়ে এসে আশ্রয় নিয়েছেন রাউজানের লস্কর উজিরের দীঘি ও সুলতান নসরত বাদশাহ'র দিঘিতে। হাজারো মাইল অতিক্রম করে উঁড়ে আসা অতিথি পাখির কিচির-মিচির শব্দে দিঘির আশপাশের এলাকাগুলো মুখরিত হয়ে উঠেছে।বিশাল দিঘির জলে চোখ পড়লেই দেখা মিলবে হাজারো অতিথি পাখির মিলন মেলা বসেছে।পাখিরা জলে ভাসে ডানা মেলে উঁড়ে বেড়াচ্ছে দিঘির চারপাশে।

[৪] সরজিমনে দেখা গেছে, উপজেলার গহিরা ইউনিয়নের কোতোয়ালী ঘোনা এলাকায় সুলতান নশরত বাদশাহ'র দিঘিতে অতিথি পাখির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন স্থানীয়রা দিঘির পাড়ে সময় পার করেন।ছুটে আসেন দূরদূরান্ত থেকে দর্শনার্থীরাও। মুগ্ধ অতিথি পাখির কলকাকলিতে ।পাখি দেখতে আসা দর্শনার্থী ও এলাকার স্থানীয়মধ্যে মোগল শাসনের কথা স্মরনীয় হয়ে উঠে।জানা যায়, সুলতান নসরত বাদশাহ'র এই দিঘি আয়তন হচ্ছে ২৫ একর ২০ শতক। দিঘির চার পাড়ে এলাকার স্থানীয় বাসিন্দাদের কবরস্থানসহ চারটি অলি মাজার রয়েছে।

[৫] পশ্চিম পাশে হযরত মুফতি ছমিউদ্দিন শাহ ও হযরত আদল শাহার মাজার, পুর্বপাড়ে হযরত কানু মিয়াজির মাজার। এছাড়াও দিঘির দক্ষিণ- পূর্ব পাড়ে সুবিশাল পাকা দুটি পাকা ঘাটসহ দিঘির চার পাড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির সারি সারি বৃক্ষ।দিঘির দক্ষিণ পাড়ে বিশাল পাকা ঘাটের ছাদে নির্মাণ করা হয়েছে ব্যবসায়ী জামাল গোলতাজ আশরফ সুন্নিয়া ফোরকানীয়া নুরানী মাদ্রাসা।তাই প্রতিবছর শীতের সময় ভিনদেশী পাখিরা এই দিঘীতে ছুটে আসেন।

[৬] রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে ভিনদেশী অতিথি পাখি এখন রাউজানের বড় বড় দিঘিতে আশ্রয় নিয়েছেন। এসব পাখি যেন কেউ শিকার না করে তার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়া হয়। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়