রিয়াজুর রহমান: [২] চট্টগ্রাম রেঞ্জ, সিএমপি ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের সাথে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
[৩] শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে চট্টগ্রাম রেঞ্জ, সিএমপি ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের সাথে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
[৪] মতবিনিময় সভায় প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ অফিসার-ফোর্সের বিভিন্ন আবেদন ধৈর্য সহকারে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি সকলকে সেবার মনোভাব নিয়ে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
[৫] এতে সভাপতিত্বে করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার)।
[৬] এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম।
[৭] অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজিগণ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও উপ পুলিশ কমিশনারগণ, রেঞ্জাধীন বিভিন্ন জেলা ও ইউনিটের পুলিশ সুপারগণ, সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, রেঞ্জাধীন থানা সমূহের অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন ইউনিটের মোট ৬২৩ জন অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী