শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজপথের রাজনীতিতে বিএনপিকে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ। বিএনপির মহাসচিব নিজের কথা বলেন না। নির্বাচিত হয়েও যাকে সংসদে যেতে দেয়নি দল, অথচ অন্য সদস্যরা সংসদে গেছে। তিনি হচ্ছেন পুতুল নাচের পুতুল। অন্ধকার থেকে সুতোর টানে চলে বিএনপির অপরাজনীতি আর লিপ-সার্ভিস। এসব দেশের জনগণ বুঝে ফেলেছে।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা বললেই বিএনপির গাত্রদাহ হয়। আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে। আওয়ামী লীগের শেকড়, এদেশের মাটির অনেক গভীরে।

[৪] তিনি বলেন, পঁচাত্তরের খুনি ও খুনের মদদদাতা, গ্রেনেড হামলার খুনের মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তি বগলে নিয়ে বিএনপি দেশের রাজনীতি বিষাক্ত করেছে। তাদের শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে ‘হাওয়া ভবন তন্ত্রের’ কুশীলবদের গাত্রদাহ তো হবেই।

[৫] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পাশ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো অবস্থানে আছে। করোনার নেতিবাচক প্রভাব মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। দেশের রপ্তানি আয় রেমিট্যান্স প্রবাহ, রিজার্ভের প্রবৃদ্ধি বিএনপি দেখেও দেখে না।

[৬] তিনি আরও বলেন, চিহ্নিত দুর্নীতিবাজদের দায়িত্ব দিয়ে বিএনপি ধ্বংসের মুখে। অথচ সরকার সন্ত্রাসী ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। গুটিকয়েক অপরাধীর জন্য সরকারের উন্নয়ন অর্জন ম্লান হতে পারে না।

[৭] শনিবার নোয়াখালীর চৌমুহনী পৌরসভার পৌরপার্ক ও টার্মিনালের উদ্বোধনীতে তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়