শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজপথের রাজনীতিতে বিএনপিকে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ। বিএনপির মহাসচিব নিজের কথা বলেন না। নির্বাচিত হয়েও যাকে সংসদে যেতে দেয়নি দল, অথচ অন্য সদস্যরা সংসদে গেছে। তিনি হচ্ছেন পুতুল নাচের পুতুল। অন্ধকার থেকে সুতোর টানে চলে বিএনপির অপরাজনীতি আর লিপ-সার্ভিস। এসব দেশের জনগণ বুঝে ফেলেছে।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা বললেই বিএনপির গাত্রদাহ হয়। আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে। আওয়ামী লীগের শেকড়, এদেশের মাটির অনেক গভীরে।

[৪] তিনি বলেন, পঁচাত্তরের খুনি ও খুনের মদদদাতা, গ্রেনেড হামলার খুনের মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তি বগলে নিয়ে বিএনপি দেশের রাজনীতি বিষাক্ত করেছে। তাদের শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে ‘হাওয়া ভবন তন্ত্রের’ কুশীলবদের গাত্রদাহ তো হবেই।

[৫] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পাশ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো অবস্থানে আছে। করোনার নেতিবাচক প্রভাব মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। দেশের রপ্তানি আয় রেমিট্যান্স প্রবাহ, রিজার্ভের প্রবৃদ্ধি বিএনপি দেখেও দেখে না।

[৬] তিনি আরও বলেন, চিহ্নিত দুর্নীতিবাজদের দায়িত্ব দিয়ে বিএনপি ধ্বংসের মুখে। অথচ সরকার সন্ত্রাসী ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। গুটিকয়েক অপরাধীর জন্য সরকারের উন্নয়ন অর্জন ম্লান হতে পারে না।

[৭] শনিবার নোয়াখালীর চৌমুহনী পৌরসভার পৌরপার্ক ও টার্মিনালের উদ্বোধনীতে তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়