স্বপন দেব: [২] শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জেলা পুলিশের আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে সভা অনুষ্টিত হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ওসি পরিমল চন্দ্র দে এর পরিচালনায়।
[৩] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।
[৪] সভায় শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।
[৫] অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সদস্য ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন ভানু লাল রায়, ও শ্রেষ্ট পুলিশ হিসেবে পুরস্কার পেয়েছে শ্রীমঙ্গল থানার এসআই আলমঙ্গীর হোসেন।