শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাজিরহাট মাদ্রাসায় আল্লামা শফীর পদে বাবুনগরী ও মুহতামিম কাসেমী

ওমর ফয়সাল: [২] চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত দেশের শতবর্ষী ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান জমিয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার মোতাওয়াল্লী নির্বাচিত হয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী। ইতোপূর্বে এ পদে ছিলেন হেফাজতের প্রয়াত আমির আল্লামা আহমদ শফী। এছাড়া, প্রতিষ্ঠানটির মুহতামিম নিযুক্ত হয়েছেন মুফতি হাবিবুর রহমান কাসেমী। তিনি এতদিন ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্বে ছিলেন।

[৩] বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শূরা সদস্য মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মাদ্রাসার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির শূরা কমিটির রুদ্ধদ্বার এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ১৫ জন শূরা সদস্যের মধ্যে আব্দুল হালিম বোখারী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, হাফেজ কাসেম, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি আরশাদ রহমানি, মাওলানা নোমান ফয়েজিসহ ১৩ জন উপস্থিত ছিলেন।

[৪] সভা শেষে সিদ্ধান্তসমূহ ঘোষণা করেন শূরা সদস্য নুরুল ইসলাম জিহাদি। তিনি জানান, সভায় সর্বসম্মতিতে মোতাওয়াল্লাী ও মুহতামিম নিয়োগ ছাড়াও মাওলানা ইয়াহিয়াকে সহযোগি মুহতামিম, মাওলানা ইসমাইলকে সহকারী মুহতামিম, মাওলানা হাবিবুল্লাহ নদভীকে শিক্ষা পরিচালক এবং মুফতি রবিউল হাসানকে সহকারী শিক্ষা পরিচালক নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে নিজেকে মুহতামিম দাবি করে মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি, অর্থ আত্মসাৎসহ সুনির্দিষ্ট নানা অভিযোগে মাওলানা সলিমুল্লাহসহ ১৩ জন শিক্ষককে বহিষ্কার করেছে শূরা কমিটি। এছাড়া, রুদ্ধদ্বার এ সভায় শতবর্ষী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মজলিসে শূরা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়