আসিফুজ্জামান পৃথিল: [২] ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগে ইলিনয়েসে আটক হয়েছে এই দুই বোন। এই দুই বোন মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যভহারে আগ্রহী ছিলেন না। শিকাগো পুলিশ জানিয়েছে, এই ব্যাপারে ৩২ বছর বয়সী আক্রান্তের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে দুই জন। পরে তার উপর ছুরি নিয়ে হামলা চালায়। শিকাগো মর্নিং পোস্ট
[৩] কুক কাউন্টির স্টেট্যাটর্নি জানান, আক্রান্ত ব্যক্তি দুই বোসকে বলেছিলেন, তাদের মাস্ক পরতেই হবে এবং ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার। এরপরেই ২১ বছরের জেসিকা হিল একটি ছুরি বের করে এবং গার্ডের ঘাড়ের পিছনে ও বাহুতে ২৭ বার আঘাত করে। ফক্স
[৪] অপর বোন ১৮ বছরের জাইলা হিল হামলার সুবিধার্থে আক্রান্তের চুল মুঠো করে ধরে দাঁড়িয়ে ছিলো। আক্রান্ত গার্ডের শারিরিক অবস্থা স্থিতিশীল আছে বলে পুলিশ জানিয়েছে। দুই নারীকেই যতদ্রæত সম্ভব হাসপাতালে নেয়া হয়েছে। এরপরেই তাদের উপর ফার্স্ট ডিগ্রি হত্যাকাণ্ড বা হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। সিএনএন