আসিফুজ্জামান পৃথিল: [২] অ্যারিজোনার বুলহেড সিটিতে ট্রাম্পের নির্বাচনী সমাবেশ চলাকালে আকাশে একটি ছোট উড়োজাহাজ হাজির হলে দ্রæত স্ক্র্যম্বিল করা হয় মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ ফাইটার। এটিদ্রæত ঘটনাস্থলে এসে উড়োজাহাজটির দিকে ফ্লেয়ার নিক্ষেপ করে তাকে ইন্টারসেপ্ট করে। সিএনএন
[৩] নর্থ আমেরিকান ্যাারোস্পেস ডিফেন্স কমান্ড-নোরাডের মুখপাত্র জন করনেলিও বলেন, ‘প্রাথমিক ইন্টারসেপ্ট প্রসিডিউরের কোনও জবাব দেয়নি আকাশসীমা লঙ্ঘন করা উড়োজাহাজটি। কিন্তু নোরাড এয়ারক্রাফট সিগন্যাল ফ্লেয়ার ছোড়ার পর তারা রেডিও চালু করে। কোনও দূর্গটনা ছাড়াই একে আমরা পাহাড়া দিয়ে অবতরণ করাই। তারা রেডিও চালু না করলে আমরা ক্ষেপনাস্ত্র অবম্যই ছুড়তাম।’ ফক্স
[৪] বুধবার ট্রাম্প ছাড়াও এই সুইঙ্গিং স্টেটটিতে ভ্রমণ করেন জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। এই কারণে সেখানে নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হয়। প্রতিবেদকরা জানিয়েছেন, তারা অ্যারিজোনার আকাশে সেদিন উড়োজাহাজ দেখেননি। কিন্তু ফাইটারের আওয়াজ ঠিকই শুনতে পান। সযং প্রেসিডেন্ট এতে অবাক ছিলেন। এবিসি
[৫] এ সময় ট্রাম্পকে ঘিরে ফেলেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। ট্রম্প এরপরেই বলেন, তার আমলে সামরিক বাহিনীর প্রভূত উন্নতি হয়েছে। এজন্যই আকাশে এফ-১৬ এর গর্জন শোনা যাচ্ছে। যদিও ট্রাম্পের ক্ষমতায় আসায় প্রায় ৪০ বছর আগে থেকেই আকাশে উড়ছে এফ-১৬। সিএনবিসি