শিরোনাম
◈ গাজা থেকে সিরিয়া, ইসরায়েলের নানা তৎপরতায় বাড়ছে উত্তেজনা ◈ বি‌শ্বের সব‌চে‌য়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান,  ৯২ বছরের পল বিয়া আবারও ক্যামেরুনের প্রেসিডেন্ট ◈ আল ই‌তিহা‌দের কা‌ছে হে‌রে  কিংস কাপ থে‌কে রোনাল‌দোর আল নাসরের বিদায় ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট, পা‌কিস্তান‌কে ৫৫ রা‌নে হারা‌লো দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ◈ বিভিন্ন চাপে নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ◈ তুরস্কের ১৫২ রেফারি জুয়ার সঙ্গে জড়িত  ◈ ২০২৬ সা‌লের  বিশ্বকাপে খেলবেন লিও‌নেল মেসি! ◈ একসময় জাতির গর্ব, এখন বিতর্কের কেন্দ্রবিন্দু: রাজনীতির খেলায় নিজের ক্যারিয়ার শেষ করলেন সাকিব আল হাসান ◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ট্যুরিস্ট ভিসা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর : হাইকমিশনার দোরাইস্বামী

শরীফ শাওন: [২] ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দে দোরাইস্বামী বলেন, মানুষ ভারত যেতে চায়, ট্যুরিস্ট ভিসার প্রচুর চাহিদা রয়েছে। প্রতিদিন হাজার খানেক ভিসার আবেদন পড়ছে। প্রতিদিন বাড়ছে আবেদন সংখ্যা। তবে ভিসা চালু নির্ভর করছে দু-দেশের করোনা পরিস্থিতির উপর।

[৩] বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ-ভারত এয়ার বাবল ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

[৪] বিক্রম দে বলেন, পর্যটক ছাড়া সকল ভিসা খোলা আছে। ফ্লাইটটির মাধ্যমে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার মানুষ ভারতে যাতায়াত করতে পারবেন। বাংলা নিউজ

[৫] বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস এম মার্শাল মফিদুর রহমান বলেন, প্রথম দিনই ভারতে ফ্লাইট চালু করায় ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ধন্যবাদ জানান।

[৬] তিনি বলেন, অন্য কোনো দেশে এয়ার বাবল চুক্তি চালুর কোনো পরিকল্পনা নেই। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। এ চুক্তির অধীনে করোনাকালীন সময়ে বন্ধ হওয়া ফ্লাইট চালু হওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন ধারা সৃষ্টি হয়েছে। ভারতের আকাশ খুলে দেওয়ায় আমরা তাদের ধন্যবাদ জানাই।

[৭] এয়ার বাবল চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলবে। এর মধ্যে বাংলাদেশ থেকে তিনটি এয়ারলাইন্স ভারতে সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনা করবে। আর ভারত থেকে পাঁচটি এয়ারলাইন্স সপ্তাহে ২৮টি ফ্লাইট বাংলাদেশে পরিচালনা করবে। সপ্তাহে পাঁচ হাজার বাংলাদেশি ভারত যাওয়ার সুযোগ পাবেন। একই ভাবে সমান সংখ্যক যাত্রী ভারত থেকে বাংলাদেশে আসার সুযোগ পাবে।

[৮] বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার ভারতে যাতায়াত করবে। আর ভারত থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার যাত্রী নিয়ে বাংলাদেশে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়