শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির অনূর্ধ্ব-২১ সেরা বোলারের তালিকায় ‘তিন’ বাংলাদেশি

রাহুল রাজ : [২] গত কয়েক বছর ধরে বোলিংয়ে ব্যাটসম্যানদের কাবু করে এসেছেন এমন সেরা ক্রিকেটারদের নিয়ে একটা তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সে তালিকা তৈরি করা হয়েছে ২১ বছরের কম বয়সী বোলারদের নিয়ে। আর বিশ জনের সে তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের।

[৩] ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার সেই তালিকায় জায়গা করে নিয়েছেন জাতীয় দলের হয়ে খেলা স্পিনার নাঈম হাসান। এছাড়া বাকি দু’জনের একজন বাংলাদেশ নারী দলের স্পিনার নাহিদা আক্তার এবং অন্যজন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী স্পিনার রাকিবুল হাসান।

[৪] মাত্র ১৭ বছর ৩৫৬ দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাঈম হাসানের। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটে অভিষেকেই আলো ছড়িয়েছেন তিনি। অভিষেকেই ৫ উইকেট নিয়ে বিশ্বও রেকর্ড।

[৫] নাঈম থেকেও কম বয়সে নারী দলের হয়ে অভিষেক হয় নাহিদা আক্তারের। মাত্র ১৫ বছর বয়সেই পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় তার। এরপর থেকে দুর্দান্ত খেলতে থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি।

[৬] এছাড়া বাংলাদেশকে বিশ্বকাপ জেতান রাকিবুলরা। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা অর্জন করেছিল বাংলাদেশ। আর বিশ্বকাপজয়ী এই দলের অন্যতম সদস্য ছিলেন বাহাতি স্পিনার রাকিবুল হাসান।

[৭] একনজরে দেখে নিন আইসিসির চোখে অনূর্ধ্ব-২১ এর সেরা ২০ বোলার মুজিব উর রহমান (আফগানিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), ওয়েসলি ম্যাধভেরি (জিম্বাবুয়ে), সন্দীপ লামিচানে (নেপাল), কার্তিক তিয়াগী (ভারত), রাধা যাদব (ভারত), ইসি ওয়াং (ইংল্যান্ড), জয়ডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), রাকিবুল হাসান (বাংলাদেশ), হামিদুল্লাহ কাদরী (ইংল্যান্ড), অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড), নাহিদা আক্তার (বাংলাদেশ), নূর আহমদ (আফগানিস্তান), আনাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাঈম হাসান (বাংলাদেশ), ওয়াকার সালামখিল (আফগানিস্তান), জেরাল্ড কোয়েটজে (দক্ষিণ আফ্রিকা) এবং জস লিটল (আয়ারল্যান্ড)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়