পঞ্চগড় প্রতিনিধি: [২] কন্যা শিশু দিবস উপলক্ষে এক ঘণ্টার জন্য পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন নবম শ্রেণির এক ছাত্রী।
[৩] মঙ্গলবার বেলা ১২টার দিকে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা মন’র কাছে এক ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব হস্তান্তর করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
[৪] এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক কার্য সম্পাদন ও তদারকি করেন হাসনাহেনা মন। দায়িত্ব নিয়েই পঞ্চগড় সদর উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি।
[৫] হাসনাহেনা মন সাংবাদিকদের বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীর উন্নয়নে কাজ করতে হবে। বাল্যবিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
[৬] উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, আজকের তরুণ প্রজন্ম একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারীবান্ধব উপজেলা গড়তে নারীর প্রতি সংহিংসতা রোধে কাজ করব। হাসনাহেনা মন’র সব সুপারিশ বাস্তবায়ন করার চেষ্টা করব।