কামাল শিশির: [২] রামুর জোয়ারিয়ানালার চা বাগান এলাকায় হরিণের মাংস বিক্রির অপরাধে অভিযুক্ত হওয়ায় বন্যপ্রাণী আইনে রমজান হোটেল কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় চাকমা।
[৩] সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
[৪] এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা জানান, আমরা গোপনসুত্রে খবর পেয়ে ওই স্থানে যাই এবং সত্যতা নিশ্চিত করি,এবং মোবাইল কোট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
[৫] উল্লেখ্য রামুর চা বাগান এলাকায় রমজান হোটেলসহ সকল হোটলকে সাবধান করে সতর্ক করা হয়। যদি তারা ভবিষ্যৎতে কোনো অবৈধ খাবার পরিবেশন করে তাহলে নিদিষ্ট আইনে দণ্ডিত হবেন।
[৬] অভিযান পরিচালনার সময় রামু উপজেলা প্রশাসনের কর্মকতাগন, আনসার ব্যাটালিয়নের সদস্যগন উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী