আসিফুজ্জামানপৃথিল: [২] মিনস্কে লাখো মানুষের মিছিলে পুলিশের স্টানগেনেড নিক্ষেপ। [৩] বিরোধী দতলগুলোআণ্টিমেটাম দিয়ে বলেছিলো, বেলারুশ প্রেসিডেন্ট শনিবার মধ্যরাতের মধ্যে পদত্যাগ না করলে দেশব্যাপী ধর্মঘট পালন করা হবে। লুকাশেনকো সে হুমকিকে পাত্তা দেননি। পরে রাজধানী মিনস্কে লাখো মানুষের মিছিলে স্টান গ্রেনেড ছুড়ে পুলিশ। ফলে শুরু হয় অবরোধ ও ধর্মঘট। বিবিসি
[৪]আল্টিমেটাম শেষ হবার ঘণ্টাখানেক আগেই মিছিলে হামলা করে পুলিশ। একটি ভিডিওতে দেখা যায়, তীব্র শব্দে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছেন বিক্ষোভকারীরা। তবে কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি। আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানিয়েছে, তারা দাঙ্গা প্রতিরোধী অস্ত্র ব্যবহার করেছে। তাস
[৫] আগস্টে শুরু হয়ে ১১ সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে বেলারুশে। একটি সূত্র বলছে, বড় ধরণের চাপের মুখে পড়ে গেছেন লুকাশেনকো। রুশ প্রেসিডেন্ট খøাদিমির পুতিনের কাছে পরামর্শ চেয়েছেন তিনি। পুতিন নিশ্চয়তা দিলে তিনি পদত্যাগও করতে পারেন। আল জাজিরা
[৬] রোববার রাজধানী মিনস্কে বিক্ষোভকারীরা ‘ধর্মঘট ধর্মঘট’ স্লোগান দিতে দিতে ড্রাম বাজিয়ে রাস্তায় নেমে আসে। কমপক্ষে ১২টি মেট্রো স্টেশন বন্ধ হয়ে গেছে। মোবাইল ইন্টারনেট সেবাও প্রায় বিচ্ছিন্ন। মিনস্কের পথে ঘাটে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে দাঙ্গা পুলিশ। বিক্ষোভের ঠিক আগমুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে দুজন সাংবাদিককেও। স্কাই নিউজ