শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের উদ্দেশে তুরস্কের তৃতীয় এন্টি সাবমেরিন জাহাজ

ডেস্ক রিপোর্ট: তুরস্কের তৃতীয় এন্টিসাবমেরিন শেণির জাহাজ পাকিস্তানের উদ্দেশে যাচ্ছে।রোববার এটি পাকিস্তানের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটি পাকিস্তানে চলাচল করবে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক।

ওই বিবৃতি অনুযায়ী, তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার করাচিতে এর অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। এতে বলা হয়, তুর্কি জাতীয় যুদ্ধজাহাজ মিলজেম প্রকল্পে পাকিস্তান ও তুরস্কে দুটি করে রণতরী তৈরির কাজ চলছে।

করোনাভাইরাসের প্রভাব থাকা সত্ত্বেও প্রথম জাহাজটি ২০২৩ সালে পাকিস্তানকে হস্তান্তর করার কথা রয়েছে।

২০১৮ সালে পাকিস্তানের নৌবাহিনী তুরস্কের সঙ্গে চারটি মিলজেম শ্রেণির যুদ্ধজাহাজ কেনার জন্য চুক্তি করে। এসব যুদ্ধজাহাজ রাডার এড়িয়ে চলাচল করতে পারে। মিলজেম যুদ্ধজাহাজ ৯৯ মিটার দীর্ঘ এবং ঘণ্টায় ২৯ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে।

এর আগে ২০১৯ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসির সঙ্গে প্রথম জাহাজ তৈরির জন্য ইস্তাম্বুলে প্লেট কাটার উদ্ধোধন করেন। বিশ্বের যে দশটি দেশ জাহাজ নির্মাণ শিল্পে খুবই উন্নত তার মধ্যে তুরস্ক একটি।যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়