আসিফুজ্জামান পৃথিল: [২] সাইবেরিয়ায় উত্তর মেরু এলাকার সমুদ্রবরফের মুল ক্ষেত্র সবসময়ই অক্টোবর মাসের মধ্যেই জমাট বাঁধে। তবে এ বছরের গল্প ভিন্ন। লাপটেভ সাগরের বার্ষিক জমাট বাঁধা এবছর ব্যাহত হয়েছে রাশিয়ায় তাপমাত্র বৃদ্ধি পাওয়ায়। বিজ্ঞানীরা বলছেন, আমরা সম্ভবত মেরু এলাকায় একটি বৃহৎ পরিবর্তন প্রত্যক্ষ করতে যাচ্ছি। দ্য গার্ডিয়ান
[৩] মহাসাগাগর পৃষ্ঠের গড় তাপমাত্রা সম্প্রতি ৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেছে। এ বছরের রেকর্ডভাঙা দাবদাহ মগাসাগরীয় বরফ গলে যাবার কারণ ছিলো। ফলে শীতকালীন বরফ জমাতেও সমস্যা হচ্ছে। ইউরো নিউজ
[৪] পৃথিবীতে আটকে থাকা উষ্ণতা বায়ুমণ্ডলে মিশে যেতে বিপুল সময়ের প্রয়োজন। এমনকি বছরের এ সময়ে যখন সূর্য দিগন্তরেখার উপরে মাত্র এক থেকে দুই ঘণ্টা থাকে তখনও তা বেশ কঠিন। এ কারণেই লাপটেভ সাগরের সমুদ্র বরফ বিলিন হয়ে যাচ্ছে। এ কারণে উত্তর মেরু সাগরে আমরা রেকর্ড পরিমাণ খোলা সাগর পাচ্ছি। অন্তত কোনও আধুনিক মানুষ এর আগে সেখানে এতো কম বরফ দেখেনি। আল জাজিরা
[৫] শুধু বাতাসের তাপ বৃদ্ধিই উত্তর মেরুর এই পরিবর্তনের পেছনে দায়ি নয়। জলবায়ু পরিবর্তনেরও বিপুল ভুমিকা রয়েছে এর পেছনে। জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত গতিতে আটলান্টিক স্রোত উত্তর মেরু স্রোতের দিকে ধাবিত হচ্ছে। ফলে শীতল বরফের উপর উষ্ণ পানি এসে তাকে গলিয়ে দিচ্ছে এবং জমাট বাঁধতে বাঁধা দিচ্ছে। গিজমডো