ফজলুল বারী: আমাদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব সাদা দিলের মানুষের মতো কথা বলেন। কূটনীতিতে যার কোনো কানাকড়িও মূল্য নেই। এখন চীনের পররাষ্ট্রমন্ত্রী নাকি তাকে বুঝিয়েছেন মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ, চীন, মিয়ানমার তিন পক্ষীয় বৈঠকে রাজি হয়েছে। মার্কিন ভারতীয় চালের বিপরীতে এটা যে চীনের নতুন চাল তা মোমেন সাহেব আরও কিছুদিন পরে বুঝবেন। রোহিঙ্গা ইস্যুতে চীন-ভারত দুদেশই মিয়ানমারের পক্ষে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ ইসলামী উম্মাহকে এ ইস্যুতে নিজের পক্ষে আনতে পারলোনা। রোহিঙ্গারা যদি মুসলমান না হতো তবে অনেককে পক্ষে পাওয়া যেতো। আটকেপড়া পাকিস্তানিদের একজনকেও যেমন পাকিস্তান নেয়নি, মিয়ানমারও রোহিঙ্গাদের নেবে না। সাগরের দিকে তাকানো বন্ধ করেন। এরা যদি নিজস্ব ব্যবস্থায় কোথাও চলে যেতে চায় আপনাদের অত সমস্যা কেন? ফেসবুক থেকে