রাহুল রাজ: [২] করোনাকালে স্থগিত হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক ম্যাচই। ফলে বিপাকে আইসিসি। সূচি অনুযায়ী এর ফাইনাল হওয়ার কথা ছিল আগামী বছরের জুনে। তাইতো ব্যস্ত শিডিউলকে মাথায় রেখে এবার ভিন্ন পথে আগাতে চাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
[৩] চক্রপূরণে স্থগিত ম্যাচগুলোর পয়েন্ট ভাগাভাগির কথা ভাবছে তারা। হিসাব অনুযায়ী প্রত্যেক সিরিজের জন্য বরাদ্দ ১২০ পয়েন্ট। দুই ম্যাচের সিরিজের জন্য ম্যাচ প্রতি ৬০ আর তিন ম্যাচের ক্ষেত্রে পয়েন্ট ছিল ৪০ করে। আর ৫ টেস্টের ক্ষেত্রে ম্যাচ জয়ের জন্য ২৪ আর ড্রয়ের জন্য ছিল ১২ পয়েন্ট। তাইতো এই পয়েন্ট বণ্টনের নিয়েও দেখা দিয়েছে জটিলতা।
[৪] সেক্ষেত্রে স্থগিত হওয়া টেস্টে যত পয়েন্ট আছে তার তিনভাগের একভাগ, স্ব-স্ব দেশগুলোর মধ্যে বণ্টনের কথা ভাবছে আইসিসি। ফলে কপাল খুলতে পারে বাংলাদেশের।
[৫] বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশের ঠিক উপরেই অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ৭ টেস্টে এক জয় নিয়ে ৮ নম্বরে রয়েছে প্রোটিয়ারা এবং ৫ ম্যাচে এক জয়ে সাতে অবস্থান ক্যারিবিয়ানদের।
[৫] টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মানুযায়ী ২ ম্যাচের টেস্ট সিরিজে প্রতি ম্যাচে ৬০ পয়েন্ট থাকলেও স্থহিত হওয়ায় তিন ভাগের এক ভাগ হবে প্রতি ম্যাচে ২০ পয়েন্ট। এতে দুই ম্যাচের সিরিজ হলে দুই দল ২০ পয়েন্ট করে পাবে। আর তিন ম্যাচের সিরিজের ক্ষেত্রে পয়েন্ট হবে ১৩।
[৬] সেই হিসেবে পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচ, শ্রীলঙ্কার বিপক্ষে ৩ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের সিরিজের পয়েন্ট ভাগাভাগি হলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৭৩ এ।
[৭] অপরদিকে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট যথাক্রমে ৬৪ ও ৬০। ফলে নবম অবস্থান থেকে দুই ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে আসবে লাল সবুজের প্রতিনিধিরা।
[৮] পয়েন্ট ভাগাভাগি ছাড়া আরেকটি বিকল্প হচ্ছে ২০২১ সালের মার্চের শেষ পর্যন্ত যেসব টেস্ট খেলা হবে, শুধু তার পয়েন্টই বিবেচনায় নেওয়া। মার্চ পর্যন্ত খেলা ম্যাচগুলোর ওপর ভিত্তি করে আবার টেবিলের চূড়ান্ত অবস্থান নির্ধারিত করা হবে।
[৯] সেক্ষেত্রে কোনও দল যতগুলো ম্যাচ খেলে জিতবে, তার পয়েন্টের শতাংশ হিসেব করেই অবস্থান চূড়ান্ত করা হবে। ২০২১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১/২৩ মৌসুম।