শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী খেলাফত আন্দোলনের নেতার স্ত্রীর কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ইসলামী খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সীর স্ত্রী লাইলী বেগমকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।এনটিভি

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মোহাম্মদ ফোরকান বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি বলেন, রায়ে আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া, জরিমানা অনাদায়ে আরো এক মাস কারাভোগের আদেশ দিয়েছেন।

পেশকার আরো বলেন, রায় ঘোষণার সময় আসামি লাইলী বেগম অনুপস্থিত ছিলেন। পরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ২৮ মে দুদক লাইলী বেগম, তাঁর স্বামী আতিকুর রহমান নান্নু মুন্সীকে এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব বিবরণী সাত দিনের মধ্যে দাখিলের নোটিশ পাঠায়।

নোটিশ পাওয়ার পরও লাইলী বেগম নিজের, স্বামীর এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করেননি। পরে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ডেমরা থানায় মামলাটি দায়ের করেন। পরে ২০১৫ সালের ১২ জুলাই ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়