শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী খেলাফত আন্দোলনের নেতার স্ত্রীর কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ইসলামী খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সীর স্ত্রী লাইলী বেগমকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।এনটিভি

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মোহাম্মদ ফোরকান বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি বলেন, রায়ে আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া, জরিমানা অনাদায়ে আরো এক মাস কারাভোগের আদেশ দিয়েছেন।

পেশকার আরো বলেন, রায় ঘোষণার সময় আসামি লাইলী বেগম অনুপস্থিত ছিলেন। পরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ২৮ মে দুদক লাইলী বেগম, তাঁর স্বামী আতিকুর রহমান নান্নু মুন্সীকে এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব বিবরণী সাত দিনের মধ্যে দাখিলের নোটিশ পাঠায়।

নোটিশ পাওয়ার পরও লাইলী বেগম নিজের, স্বামীর এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করেননি। পরে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ডেমরা থানায় মামলাটি দায়ের করেন। পরে ২০১৫ সালের ১২ জুলাই ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়