শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাল নিয়ে চালবাজি, জড়িতদের নাম গোয়েন্দা রিপোর্টে

সালেহ্ বিপ্লব: [২] চালের দাম বাড়ার নেপথ্যে একটি সিন্ডিকেট, মাঠে নেমে এ কথা জানতে পেরেছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা। কর্মকর্তাদের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানায়, সংস্থাটি তাদের রিপোর্টে চালবাজদের আদ্যোপান্ত তুলে ধরেছে। সুপারিশ করেছে কড়া ব্যবস্থা নেয়ার।

[৩] গোয়েন্দা রিপোর্টে বলা হয়, অটো রাইস মিল মালিক সমিতির কিছু সদস্য এ ফটকাবাজিতে জড়িত। ধান ওঠার সঙ্গে সঙ্গে তারা প্রচুর পরিমাণ ধান কিনে নিয়েছে। এখন বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে।

[৪] গত কয়েক সপ্তাহে চালের দর হু হু করে বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে প্রধান খাদ্য, বাজার নিয়ন্ত্রণে কঠোর হয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয় মিল গেইটে মিনিকেট চালের দাম প্রতি কেজি ৫১ টাকা ৫০ পয়সা ও মাঝারি মানের চাল কেজিপ্রতি ৪৫ টাকা নির্ধারণ করে দিয়েছে।

[৫] চাল নিয়ে কারসাজির ঘটনা তুলে আনা ওই গোয়েন্দা রিপোর্টটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

[৬] রিপোর্টে ধান গবেষণা ইন্সটিটিউটের হিসেবনিকেশ তুলে ধরে গোয়েন্দারা বলেছেন, এই মৌসুমে চালের সংকট হওয়ার কোনও কারণ নেই। বরং ৫ লাখ টন ধান/চাল উদ্বৃত্ত থাকার কথা।

[৭] একই অভিমত জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা।

[৮] ফিন্যান্সিয়াল এক্সপ্রেস আরও জানায়, সিন্ডিকেটের চালবাজি বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার সুপারিশ করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়