শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্ত্ররাষ্ট্রে নির্বাচনী প্রচারণার স্থান একইদিনে এক জায়গায় হওয়ায় অন্যতম টেলিভিশন এনবিসি বয়কটের ঘোষণা

দেবদুলাল মুন্না: [২] গত বৃহস্পতি ও শুক্রবার যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান টিভি এনবিসি’র হল একটি অনুষ্ঠানের জন্য আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিল ডেমোক্রেটরা। এনবিসি টেলিভিশন গত ৮ অক্টোবর ঘোষণা করে যে, তাঁদের উদ্যোগে আয়োজিত একটি টাউন হল মিটিংয়ে জো বাইডেন অংশ নেবেন ১৫ অক্টোবর পূর্বাঞ্চলীয় সময় রাত ৯টায়। কিন্তু গত বৃহস্পতিবার রাতে এনবিসি টাউন হল প্রেসিডেন্ট ট্রাম্পের একটি অনুষ্ঠান প্রচার করবে এই ঘোষণা দেয়। ফলে প্রথমে বাইডেন সমর্থক ও পরে গতকাল ট্রাম্প সমর্থকরা এনবিসি টেলিভিশন বয়কটের ঘোষণা দেয়। খবর এনবিসি।

[৩] এ বিষয়ে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রীয়াজ বলেন, সামাজিক মাধ্যমে এখন এটাই ট্রেনডিং। এনবিসি’কে বয়কটের জন্যে বলা হচ্ছে। এই প্রচার ডেমোক্রেট এবং উদারনীতির সমর্থকদের। এর সঙ্গে একমত হয়েছেন সাংবাদিকরাও।

[৪] কিন্তু পরে দেখা গেলো রিপাবলিকানরাও এ টিভিকে বয়কটের ডাক দিয়েছে। কারণ তারা ও অনুষ্ঠান করতে পারেনি। উল্টোদিকে একইসময় একই স্থানে অনুষ্ঠান করার ডাক দেওয়ায় কারো অনুষ্ঠানই হয়নি। রোলিং স্টোন নিউজ

[৫] আলী রীয়াজ জানান, এ দুদলের এমন বয়কটে এনবিসি’র সাংবাদিক এবং কর্মচারীরা পর্যন্ত তাদের কর্তৃপক্ষের বিরুদ্ধে টুইট করছেন। এনবিসি’র এই সিদ্ধান্তকে অনেকেই মনে করছেন সাংবাদিকতার শিষ্টাচার বিরোধী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়