দেবদুলাল মুন্না: [২] গত বৃহস্পতি ও শুক্রবার যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান টিভি এনবিসি’র হল একটি অনুষ্ঠানের জন্য আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিল ডেমোক্রেটরা। এনবিসি টেলিভিশন গত ৮ অক্টোবর ঘোষণা করে যে, তাঁদের উদ্যোগে আয়োজিত একটি টাউন হল মিটিংয়ে জো বাইডেন অংশ নেবেন ১৫ অক্টোবর পূর্বাঞ্চলীয় সময় রাত ৯টায়। কিন্তু গত বৃহস্পতিবার রাতে এনবিসি টাউন হল প্রেসিডেন্ট ট্রাম্পের একটি অনুষ্ঠান প্রচার করবে এই ঘোষণা দেয়। ফলে প্রথমে বাইডেন সমর্থক ও পরে গতকাল ট্রাম্প সমর্থকরা এনবিসি টেলিভিশন বয়কটের ঘোষণা দেয়। খবর এনবিসি।
[৩] এ বিষয়ে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রীয়াজ বলেন, সামাজিক মাধ্যমে এখন এটাই ট্রেনডিং। এনবিসি’কে বয়কটের জন্যে বলা হচ্ছে। এই প্রচার ডেমোক্রেট এবং উদারনীতির সমর্থকদের। এর সঙ্গে একমত হয়েছেন সাংবাদিকরাও।
[৪] কিন্তু পরে দেখা গেলো রিপাবলিকানরাও এ টিভিকে বয়কটের ডাক দিয়েছে। কারণ তারা ও অনুষ্ঠান করতে পারেনি। উল্টোদিকে একইসময় একই স্থানে অনুষ্ঠান করার ডাক দেওয়ায় কারো অনুষ্ঠানই হয়নি। রোলিং স্টোন নিউজ
[৫] আলী রীয়াজ জানান, এ দুদলের এমন বয়কটে এনবিসি’র সাংবাদিক এবং কর্মচারীরা পর্যন্ত তাদের কর্তৃপক্ষের বিরুদ্ধে টুইট করছেন। এনবিসি’র এই সিদ্ধান্তকে অনেকেই মনে করছেন সাংবাদিকতার শিষ্টাচার বিরোধী।