শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬০ টাকার নিচে রাজধানীর বাজারে নেই কোনো সবজি, হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

লাইজুল ইসলাম: [২] শুক্রবার সকালে কারওয়ান বাজারের কাঁচা পণ্যের পাইকারি বাজারে ঘুরে দেখা গেছে সবজির দাম নিয়ন্ত্রণহীন। সাধারণ বাজারগুলোতেও কাঁচা সবজির দাম অতিরিক্ত।

[৩] পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। মগবাজার, পলাশি, নিউ মার্কেটে কাঁচা মরিচ ১৮০, করোলা ৮০, গাজর ৯০, টমেটো ১২০, পটল ৬০, বরবটি ৬০-৭০, বেগুন ৮০, কাকরোল ৭০, লতি ৬০, মুলা ৬০, উস্তা ৬০, পেপে ৬০, ঢেড়শ ৬০ টাকা করে কেজি প্রতি বিক্রি হচ্ছে।

[৪] সাইজ ভেদে লাউজ বিক্রি হচ্ছে ৬০-৮০, কুমড়া বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা করে। প্রতি হালি কাঁচ কলা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। তবে এখনও দাম বাড়েনি পেঁয়াজের। বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৬ টাকা করে। শাকের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। পুই শাক ৪০, লাল শাক ৩০, লাউ শাক ৫০, ডাটা শাক ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

[৫] বাজারে ইলিশ মাছ থাকলেও দাম আছে নাগালের ভেতর। এক থেকে দেড় কেজির ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৫০০ টাকায়। ৬০০-৭০০ গ্রাম ইলিশ মাছ বিক্রি হয়েছে ১০০০ টাকা। ছোট সাইজের দেশি কই বিক্রি হয়েছে ২০০ টাকা। শিং মাছ প্রতিকেজি বিক্রি হয়েছে ২০০-২২০ টাকায়। পুটি মাছ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। সম্পাদনা : রায়হান রাজীব, ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়