শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬০ টাকার নিচে রাজধানীর বাজারে নেই কোনো সবজি, হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

লাইজুল ইসলাম: [২] শুক্রবার সকালে কারওয়ান বাজারের কাঁচা পণ্যের পাইকারি বাজারে ঘুরে দেখা গেছে সবজির দাম নিয়ন্ত্রণহীন। সাধারণ বাজারগুলোতেও কাঁচা সবজির দাম অতিরিক্ত।

[৩] পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। মগবাজার, পলাশি, নিউ মার্কেটে কাঁচা মরিচ ১৮০, করোলা ৮০, গাজর ৯০, টমেটো ১২০, পটল ৬০, বরবটি ৬০-৭০, বেগুন ৮০, কাকরোল ৭০, লতি ৬০, মুলা ৬০, উস্তা ৬০, পেপে ৬০, ঢেড়শ ৬০ টাকা করে কেজি প্রতি বিক্রি হচ্ছে।

[৪] সাইজ ভেদে লাউজ বিক্রি হচ্ছে ৬০-৮০, কুমড়া বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা করে। প্রতি হালি কাঁচ কলা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। তবে এখনও দাম বাড়েনি পেঁয়াজের। বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৬ টাকা করে। শাকের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। পুই শাক ৪০, লাল শাক ৩০, লাউ শাক ৫০, ডাটা শাক ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

[৫] বাজারে ইলিশ মাছ থাকলেও দাম আছে নাগালের ভেতর। এক থেকে দেড় কেজির ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৫০০ টাকায়। ৬০০-৭০০ গ্রাম ইলিশ মাছ বিক্রি হয়েছে ১০০০ টাকা। ছোট সাইজের দেশি কই বিক্রি হয়েছে ২০০ টাকা। শিং মাছ প্রতিকেজি বিক্রি হয়েছে ২০০-২২০ টাকায়। পুটি মাছ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। সম্পাদনা : রায়হান রাজীব, ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়