শিরোনাম
◈ পা‌কিস্তান বংশোদ্ভূত ৪২ ক্রিকেটারের ভারতে আসা নিয়ে প্রশ্ন! ভিসা সমস্যা সমাধা‌নে মা‌ঠে নে‌মেছে আই‌সি‌সি ◈ জামায়াত জোটে ভাঙন, কার ক্ষতি হলো ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬০ টাকার নিচে রাজধানীর বাজারে নেই কোনো সবজি, হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

লাইজুল ইসলাম: [২] শুক্রবার সকালে কারওয়ান বাজারের কাঁচা পণ্যের পাইকারি বাজারে ঘুরে দেখা গেছে সবজির দাম নিয়ন্ত্রণহীন। সাধারণ বাজারগুলোতেও কাঁচা সবজির দাম অতিরিক্ত।

[৩] পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। মগবাজার, পলাশি, নিউ মার্কেটে কাঁচা মরিচ ১৮০, করোলা ৮০, গাজর ৯০, টমেটো ১২০, পটল ৬০, বরবটি ৬০-৭০, বেগুন ৮০, কাকরোল ৭০, লতি ৬০, মুলা ৬০, উস্তা ৬০, পেপে ৬০, ঢেড়শ ৬০ টাকা করে কেজি প্রতি বিক্রি হচ্ছে।

[৪] সাইজ ভেদে লাউজ বিক্রি হচ্ছে ৬০-৮০, কুমড়া বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা করে। প্রতি হালি কাঁচ কলা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। তবে এখনও দাম বাড়েনি পেঁয়াজের। বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৬ টাকা করে। শাকের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। পুই শাক ৪০, লাল শাক ৩০, লাউ শাক ৫০, ডাটা শাক ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

[৫] বাজারে ইলিশ মাছ থাকলেও দাম আছে নাগালের ভেতর। এক থেকে দেড় কেজির ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৫০০ টাকায়। ৬০০-৭০০ গ্রাম ইলিশ মাছ বিক্রি হয়েছে ১০০০ টাকা। ছোট সাইজের দেশি কই বিক্রি হয়েছে ২০০ টাকা। শিং মাছ প্রতিকেজি বিক্রি হয়েছে ২০০-২২০ টাকায়। পুটি মাছ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। সম্পাদনা : রায়হান রাজীব, ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়