সমীরণ রায়: [২] শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শীত মৌসুমে কীউলেক্স মশা নিয়ন্ত্রণে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় তিন মাস গবেষণা শেষে শনিবার থেকে মশার এ ওষুধ প্রয়োগ করতে যাচ্ছে সংস্থাটি।
[৩] এতে বলা হয়, চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ‘নোভালুরন’ নামক এক প্রকার দানাদার কীটনাশক ব্যবহার করা হবে। একবার ব্যবহার করলে প্রায় ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে এ কীটনাশক।
[৪] এতে আরও বলা হয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদের তত্বাবধানে এবং উত্তর সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় পৃথকভাবে তিন মাসব্যাপী সফল পরীক্ষা চালানো হয়। এখন সেটি মাঠপর্যায়ে ব্যবহারের জন্য প্রয়োগ শুরু করা হবে।
[৫] এটি অত্যন্ত নিরাপদ কীটনাশক, যা শুধু চিটিন আছে এমন প্রাণীর ওপর কাজ করে। ফলে লার্ভা থেকে সৃষ্টি হয় এমন কীট ব্যতিত মানুষ এবং অন্যান্য প্রাণীদেহে এ কীটনাশক কোনো বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। সম্পাদনা : ইসমাঈল ইমু