শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জন্মের পরেই ডাক্তারের মাস্ক ধরে টান নবজাতকের!

হ্যাপি আক্তার: [২] নবজাতক জন্মের পর সাধারণত কান্নাকাটি করে। কিন্তু এবার এই নবজাতক জন্মের পরই চিকিৎসকের মাস্ক ধরে টান দিচ্ছে। সব্বে পৃথিবীর আলো দেখলো খুদে, আর তারপরেই শুরু দস্যিপনা! ছবিটা পুরনো হলেও সম্প্রতি ভাইরাল হয়েছে। আর এই ছবিতেই করোনা মুক্তির আশা খুঁজছে নেটিজেনরা। নিউজ১৮, ইন্ডিয়া ডটকম

[৩] এরকমই এক দারুণ ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে দুবাইয়ের এক ডাক্তারের ইনস্টাগ্রাম থেকে যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়।

[৪] ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, অপারেশন থিয়েটারে সদ্য এক শিশুর ডেলিভারি করেছেন দুবাইয়ের বিখ্যাত ডাক্তার সমীর সেইব ৷ বাচ্চাটি ভূমিষ্ঠ হতেই জোরে কাঁদতে কাঁদতে সার্জিক্যাল মাস্কে টান দিতেই চিকিৎসকের মুখে এক রাশ হাসি।

[৫] এই ছবি যখন তোলা হয় তখন করোনা ভাইরাসের নামই কেউ শোনেনি। কিন্তু সেই ছবিই আজ মাস্ক বাধ্যতামূলক হয়ে যাওয়ার সময়ে ছড়িয়ে পড়েছে।

[৬] আবার কবে মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে সেই অপেক্ষায় বিশ্বের প্রায় প্রতিটি দেশের মানুষ। সবার চিন্তা, কবে বিদায় নেবে এই করোনা ভাইরাস। সেই কথাটা বলতেই এই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুবাইয়ের স্ত্রী রোগ বিশেষজ্ঞ সামের সেআইব।‘আমরা সবাই এই মাস্ক থেকে নিস্তার চাই ৷ শিশুটি যেন সেটাই বলে দিল ৷ দূর হোক করোনা ৷ সবার মঙ্গল হোক !’

[৭]শুধু এই চিকিৎসক নন, সকলেই যত তাড়াতাড়ি সম্ভব মাস্ক থেকে মুক্তির দিন চাইছেন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা দারুণ সব কমেন্টে ভরিয়ে দিচ্ছেন ডাক্তারের পেজ ৷ হাজার হাজার লাইকও পাচ্ছে ছবিতে। ডাক্তারকে শুভেচ্ছাও জানিয়েছেন এমন একটি মিষ্টি ছবি শেয়ার করার জন্য ৷ কেউ বলছেন, এটাই ২০২০ সালের সেরা ছবি। আবার কারও কারও দাবি, এই ছবিই সুস্থ ভবিষ্যতের প্রতীক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়