শিরোনাম
◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা?

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের প্রথম অস্কার জয়ী ভানু আথাইয়া মারা গেছেন 

রাশিদুল ইসলাম : [২] প্রয়াত হলেন ভারতের প্রথম অস্কার জয়ী ভানু আথাইয়া। ৯১ বছর বয়সে বৃহস্পতিবার নিজের বাড়িতেই মারা যান তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ভানু আথাইয়ার মেয়ে রাধিকা গুপ্তা সংবাদসংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া

[৩] ১৯৮৩ সালে গান্ধী ছবিতে কস্টিউম ডিজাইন করেছিলেন ভানু আথাইয়া। তাঁর কাজের জন্য অস্কার পেয়েছিলেন তিনি। তিনিই প্রথম ভারতীয় যিনি অস্কার পান। দক্ষিণ মুম্বইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে শেষকৃত্য হয়েছে তাঁর।

[৪] সংবাদসংস্থা পিটিআইকে রাধিকা গুপ্তা বলেন, “এদিন সকালে মৃত্যু হয়েছে মায়ের। আট বছর আগে তাঁর মস্তিষ্কে একটি টিউমার ধরা পড়ে। গত তিন বছর ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। তাঁর শরীরের একটা দিক প্যারালাইজ হয়ে গিয়েছিল।”

[৫] কোলাপুরে জন্ম হয় ভানু আথাইয়ার। ১৯৫৬ সালের গুরু দত্তের ছবি সিআইডিতে কস্টিউম ডিজাইনার হিসেবে নিজের কাজ শুরু করেন তিনি। ১৯৮৩ সালে রিচার্ড অ্যাটেনবরোর বিখ্যাত ‘গান্ধী’ ছবিতে জন মলোর সঙ্গে মিলে কস্টিউম ডিজাইন করেন তিনি। সেই ছবির জন্য অস্কার পান তিনি। যদিও ২০১২ সালে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের কাছে নিজের অস্কার পুরস্কার গচ্ছিত রাখেন তিনি।

[৬] পাঁচ দশকের উপর চলা কেরিয়ারে ১০০-র বেশি ছবিতে কস্টিউম ডিজাইনের কাজ করেছেন ভানু আথাইয়া। তার মধ্যে ১৯৯০ সালে গুলজারের ছবি ‘লেকিন’ ও ২০০১ সালে আশুতোষ গোয়ারিকরের ‘লগান’ ছবির জন্য দু’বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের অনেক খ্যাতনামা ব্যক্তি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়