শাহীন খন্দকার : [২] জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, এমপি বুধবার এক আদেশে দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সুপারিশে মো. আবুল কাশেম’কে আহ্বায়ক,খন্দকার নাজিম উদ্দিন ও মোজাম্মেল হক’কে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
[৩] এ্যাড.আব্দুস ছালাম চাকলাদার’কে সদস্য সচিব করে ১১১ (একশত এগারো) সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।
[৪] বুধবার গণমাধ্যমে এক প্রেসবার্তায় জাতীয় পার্টি যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম নিশ্চিত করেছেন, যাহা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।