শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীনগরে সহযোগী নিয়ে পুত্রবধূকে ধর্ষণ করলো শ্বশুর, আটক ২

আবুল হাসনাত: [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কালা মিয়া (৫০) ও তার সহযোগী আবু সাঈদ (৪৫) আটক করেছে পুলিশ।

[৩] সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বড়াইল গ্রাম থেকে অভিযুক্ত শ্বশুর ও তার সহযোগীকে আটক করা হয়। এই ঘটনায় মঙ্গলবার সকালে ওই গৃহবধূ মামলা করলে তাদের দু’জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সলিমগঞ্জ ইউনিয়নের বড়াইল গ্রামের ওই গৃহবধূর (১৯) স্বামী বিভিন্ন মাজারে আসা যাওয়া করেন। তিনি নানান সময় বিভিন্ন মাজারে রাত্রিযাপন করে থাকেন। গত রোববার (১১ অক্টোবর) ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাত ৮টা থেকে ৯টার মধ্যে কালা মিয়া তার সহযোগী পার্শ্ববর্তী থোল্লাকান্দি গ্রামের বাসিন্দা আবু সাঈদকে নিয়ে পুত্রবধূকে ধর্ষণ করেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে যাওয়ার পর সোমবার রাতে বড়াইল গ্রামে অভিযান চালিয়ে কালা মিয়া ও আবু সাঈদকে আটক করে পুলিশ।

[৫] নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ঘটনার খবর পেয়ে অভিযুক্ত শ্বশুর ও তার সহযোগীকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়