শিরোনাম
◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস কাউন্টারে ১০ মাসের সন্তান রেখে মা উধাও!

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে মাত্র ১০ মাসের এক ছেলে সন্তানকে বাস কাউন্টারে রেখে উধাও হয়েছেন এক মা। আজ সোমবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ের স্টার লাইন বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।

পরে শিশুটিকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে পাহাড়তলী থানা পুলিশ। ঘটনার বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান বলেন, শিশু সন্তানটি মায়ের গর্ভে থাকাকালীন বাবা অন্যত্র চলে যায়। এরপর মা অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তাই শিশুটিকে রেখে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, সকালে স্টারলাইন কাউন্টারের আশপাশে থাকা টহল টিম খবর পায়, কাউন্টারে এক শিশু কান্না করছে। সেখানে প্রবেশ করে কাউন্টারের লোকজনের সঙ্গে কথা বলে টহল টিম জানতে পারে, এক নারী তার সন্তানকে রেখে গেছেন। ওই নারী তার সন্তানকে রেখে যাওয়ার সময় অন্য এক নারী সেখানে উপস্থিত ছিলেন। তাকে বলেন, বাচ্চাটিকে দেখতে। এমন ভাব করেন, যেন তিনি সন্তানকে রেখে কিছু আনতে যাচ্ছেন। ফলে ওই নারী সন্দেহ করেননি। কিন্তু দীর্ঘক্ষণ না আসায় শিশু কান্না শুরু করলে শিশুর মায়ের সন্ধান শুরু হয়। এরপর টহল টিম সেখানে পৌঁছে।

তিনি বলেন, পরে শিশুর সঙ্গে একটি টিকাদানের কার্ড পাওয়া যায়। সেই কার্ডে একটি ঠিকানা ছিল। সেই ঠিকানার সূত্র ধরে খোঁজ নেওয়া হয় বান্দরবান জেলার লামা উপজেলায়। লামার একজন মেম্বার জানান, শিশুটির খালা-খালু নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় থাকেন। পরে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে শিশুর খালা-খালুকে খুঁজে থানায় আনা হয়। এরপর শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির খালা-খালু পারিবারিকভাবে এই বিষয়টি সমাধান করবেন বলে পুলিশকে জানিয়েছেন।বাংলাদেশ প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়