স্পোর্টস ডেস্ক : [২] দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলঃ হেড টু হেড পরিসংখ্যান।
[৩] কাতার বিশ্বকাপ ২০২২ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। পেরুর মাঠে আগামী বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬ টায় মুখোমুখি হবে নেইমাররা।
[৪] বাছাই পর্বের প্রথম ম্যাচে বলিভিয়াকে রীতিমত বিধ্বস্ত করেছিল ব্রাজিল। নেইমারদের আক্রমনের তোপে ৫ গোল হজম করে দলটি। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে পেরু ড্র করেছিল প্যারাগুয়ের বিপক্ষে। তাই ব্রাজিলের বিপক্ষে জয় পেয়ে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে আসতে মরিয়া পেরু। অন্যদিকে ব্রাজিল চায় জয় যাত্রা ধরে রাখার জন্য।
[৫] ব্রাজিল এবং পেরু একে অপরের মুখোমুখি হয়েছে মোট ৪৭ বার। ব্রাজিলের জয় আছে ৩৩ ম্যাচে, পেরু জিতেছে ৫ টি এবং ৯ টি ম্যাচ ড্র হয়েছে।
আগামী ১৪ অক্টোবর এর ম্যাচ নিয়ে অনুশীলনে বেশ ঘাম ঝরাচ্ছেন টিটের শিষ্যরা।-দ্যা গ্যালারি