শিরোনাম
◈ নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে ৫১টি রাজনৈতিক দল, আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?  ◈ চার প্রতিষ্ঠানের নির্বাচনি জরিপে যা জানা গেল ◈ ‌সে‌প্টেম্ব‌রে এশিয়ান গেমসে দেখা যাবে ভারত–পাকিস্তান লড়াই?‌ ◈ যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান ◈ ইএফএল কাপে চেল‌সি‌কে হা‌রি‌য়ে ফাইনালের পথে আর্সেনাল ◈ আজও ঢাকার তিন গুরুত্বপূর্ণ স্থানে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি ◈ হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ পরিশোধ করেছেন, মামলা নিষ্পত্তির নির্দেশ ◈ ১০ বছর ধরে একাধিক পরকীয়ায় যুক্ত ব‌ক্সিং‌য়ে ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, বিবাহবিচ্ছিন্ন স্বামীর ◈ ধুন্ধুমার ক্রিকেট যুদ্ধে শচীন ও অমিতাভ বচ্চন! ব‌লিউড শাহেনশার জয় ◈ ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর অসমাপ্ত অবস্থায় বাতিল ২৯ প্রকল্প

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এইচএসসি’র গ্রেড মূল্যায়নে চলতি সপ্তাহে হবে কমিটি গঠন

শরীফ শাওন: [২] শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে আট সদস্যের একটি কমটি গঠন করা হবে। তারা অটোপাস পাওয়া এইচএসসি ও সমমান শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট নির্ধারণ পদ্ধতি নিয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবেন। এছাড়াও শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা নিয়ে কাজ করবেন।

[৩] ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, নভেম্বর মাসের মধ্যেই পরামর্শ বা মতামত দেয়া হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহের মূল্যায়ন ফল প্রকাশ করা হবে।

[৪] মাধ্যমিক ও উচ্চ বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক বলেন, চলতি সপ্তাহের বৈঠকে পরামর্শক কমিটি গঠন করা হবে। তবে বৈঠকের দিন নির্ধারণ করা হয়নি। বৈঠকে গ্রেড পয়েন্ট নির্ধারণের কৌশল নিয়ে আলোচনা করা হবে। সেখান থেকেই ইতিবাচক সুপারিশ আসবে।

[৫] সংশ্লিষ্টরা জানান, এইচএসসি পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের আগের দুই পাবলিক পরীক্ষার ফল মূল্যায়ন করেই গ্রেড নির্ণয় ও বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত পরামর্শ দিতেই কমিটি গঠন করা হচ্ছে। এই পরামর্শের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

[৬] কমিটিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছাড়াও থাকছেন, ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়