ভূঁইয়া আশিক [২] তিনি বলেন, বহু দেশের শরণার্থী ক্যাম্প থেকে সন্ত্রাসী সংগ্রহ করা যায়, বাংলাদেশ থেকে এখনো সম্ভব হয়নি।
[৩] এই গবেষক বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিশ্বের অনেকেই খেলছে। মিয়ানমারও খেলতে পারে। রোহিঙ্গা ক্যাম্পে তাদের গুপ্তচরও থাকতে পারে। তবে যতো কিছুই হোক, চীন তার সুবিধামতো সবকিছু করবে।
[৪] চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার হলেও মিয়ানমার তাদের জন্য এখনো লাভজনক। তবে যখন দেখবে মিয়ানমারের চেয়ে বাংলাদেশই তাদের জন্য বেশি লাভজনক, তখন হয়তো রোহিঙ্গা সংকটের সমাধান হবে।