আসিফুজ্জামান পৃথিল: [২] ফোন ও ব্যাংকনোট ছাড়াও স্টোইলনেস স্টিলের উপরও সমান সময় এই ভাইরাস বেঁচে থাকতে পারে বলে গবেষকরা জানিয়েছেন। বিবিসি
[৩] আগে যা ভাবা হয়েছিলো, বিভিন্ন সারফেসে করোনাভাইরাস তারচেয়ে অরেক বেশি সময় টিকে থাকতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সি। এই ভাইরাস সবচেয়ে বেশি সংক্রমিত হয় যখন কেউ কাশে, হাঁচি দেয় বা কথা বলে। ব্লুমবার্গ
[৪] কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস বাতাসে থাকা কণা এবং ধাতু ও প্লাস্টিকের বস্তু ও তলের মাধ্যমে সহজেই ছড়াতে পারে। আগের গবেষণা অনুযায়ী করোনাভাইরাস ব্যাংকনোট, কাঁচ এসব তলের ২ থেকে ৩ দিন এবং প্লাস্টিক ও স্টেইলনেস স্টিলে ৬ দিন পর্যন্ত টিকে থাকতে পারে। বিবিসি
[৫] কিন্তু নতুন গবেষণা অনুযায়ী মসৃন কাঁচ যেমন মোবাইল ফোনের স্ক্রিন, প্লাস্টিক ও ধাতুতে ২৮ দিন পর্যন্ত সহজেই বেঁচে থাকতে পারে এই মারনঘাতি ভাইরাস। সায়েন্সটেক
[৬] এ ধরণের সারফেসে ফ্ল বা সাধারণ সর্দির ভাইরাস ১৭ দিন পর্যন্ত টিকে থাকতে পারে। এই ব্যাপারে গবেষণাগুলো করা হয়েছে অন্ধকারে। কারণ আগেই প্রমাণ হয়েছে আল্ট্রাভায়োলেট আলোতে এসব ভাইরাস মারা যায়।