শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: আরও একজন গ্রেপ্তার

সুজন কৈরী : জাতীয় দৈনিকে ‘কানাডার সিটিজেন, ডিভোর্সি ও সন্তানহীন নারীর জন্য পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণাকারী চক্রের আরও এক সদস্য মো. ফিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফিরোজ চক্রটির অফিস ম্যানেজমেন্ট ও ব্যাংক অ্যাকাউন্ট খোলার দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে সিআইডি।

সিআইডির সংঘবদ্ধ অপরাধ বিভাগের অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে প্রতারণাকারী চক্রের সদস্য ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মূলত চক্রের মুলহোতা গ্রেপ্তার সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌসের (৩৮) গাড়িচালক ছিলেন। সেই সঙ্গে তিনি চক্রের অফিস ম্যানেজমেন্ট ও ব্যাংক একাউন্ট খোলার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
তিনি বলেন, গ্রেপ্তারের পর ফিরোজকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আরও তথ্য জানা যাবে। চক্রের বাকি সদস্যদের খোঁজ চলছে। শিগগিরই তাদের আইনের আওতায় এনে পুরো চক্রের মূল উৎপাটন করা হবে।

সিআইডি জানায়, পত্রিকায় ‘পাত্র-পাত্রি চাই’ বিজ্ঞাপন দিয়ে চক্রের মূলহোতা সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস গত ১১ বছরে বিভিন্ন মানুষের কাছ থেকে ৩০ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে জান্নাতুলকে গ্রেপ্তার করে সিআইডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়