শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: আরও একজন গ্রেপ্তার

সুজন কৈরী : জাতীয় দৈনিকে ‘কানাডার সিটিজেন, ডিভোর্সি ও সন্তানহীন নারীর জন্য পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণাকারী চক্রের আরও এক সদস্য মো. ফিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফিরোজ চক্রটির অফিস ম্যানেজমেন্ট ও ব্যাংক অ্যাকাউন্ট খোলার দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে সিআইডি।

সিআইডির সংঘবদ্ধ অপরাধ বিভাগের অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে প্রতারণাকারী চক্রের সদস্য ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মূলত চক্রের মুলহোতা গ্রেপ্তার সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌসের (৩৮) গাড়িচালক ছিলেন। সেই সঙ্গে তিনি চক্রের অফিস ম্যানেজমেন্ট ও ব্যাংক একাউন্ট খোলার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
তিনি বলেন, গ্রেপ্তারের পর ফিরোজকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আরও তথ্য জানা যাবে। চক্রের বাকি সদস্যদের খোঁজ চলছে। শিগগিরই তাদের আইনের আওতায় এনে পুরো চক্রের মূল উৎপাটন করা হবে।

সিআইডি জানায়, পত্রিকায় ‘পাত্র-পাত্রি চাই’ বিজ্ঞাপন দিয়ে চক্রের মূলহোতা সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস গত ১১ বছরে বিভিন্ন মানুষের কাছ থেকে ৩০ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে জান্নাতুলকে গ্রেপ্তার করে সিআইডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়