সাতক্ষীরা প্রতিনিধি : [২] সাম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরার ব্যানারে শনিবার বিকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
[৩] বক্তারা এ সময় নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষন ও যৌন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
[৪] তারা এ সময় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। একই সাথে তারা ধর্ষণ ও যৌন নিপীড়নে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। পরে সাংস্কৃতিক কর্মীরা সেখানে দেশাত্নবোধক গান ও কবিতা পরিবেশন করেন। সম্পাদনা: জেরিন আহমেদ