তপু সরকার: [২] শেরপুরের নালিতাবাড়ীতে ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাইফ হাসান (২) শেরপুর জেলার নালীতাবাড়ী উপজেলার গোজাকুড়া গ্রামের শফিকুলের ছেলে।
[৩] শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোজাকুড়া গ্রামের শিক্ষক নেতা ইমদাদুল হক কাজলের বাড়ীর আঙ্গিনায় এ দূর্ঘটনা ঘটে।
[৪] নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইমদাদুল হক কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে বাড়ীর আঙ্গিনায় রেখে দেওয়া ট্রাকটি র্ষ্টাট করার সময় অসাবধানতার ধরুন শিশু তাইফ ড্রাম ট্রাকের নিচে চাপা পরে। এ সময় ট্রাকের পিছনের চাকায় ছোট্র শিশুটি খেলা করছিল।
[৫] স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা: হ্যাপি