সুজন কৈরী : [২] রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে সঞ্জিত চন্দ্র শীল (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। ব্যাটালিয়নটি বলছে, সঞ্জিত অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সঞ্জিতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
[৩] বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানিয়েছে, বুধবার রাতে ব্যাটালিয়নের সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সির নেতৃত্বে একটি দল কলাবাগানের গ্রীন রোড এলাকায় অভিযান চালায়। এ সময় অস্ত্র-গুলি ও মোবাইল ফোনসেটসহ সঞ্জিতকে গ্রেপ্তার করা হয়।
[৪] গ্রেপ্তার সঞ্জিতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে, সঞ্জিত পেশাদার অস্ত্র ব্যবসায়ী। অবৈধ অস্ত্র বিক্রয় করে এক শ্রেণীর মানুষদের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় সহায়তা করছিলেন। দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে সন্ত্রাসীদের হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সহায়তা করছিলেন।