নূর মোহাম্মদ: [২] বুধবার প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, আমরা সংবিধানের অধীনে শপথ নিয়েছি যে, ন্যায়বিচার করবো। শপথের প্রতি সম্মান দেখিয়ে বিচার করছি। টিভিতে দেখেছি যে, এত বছর কেন আসামি কনডেম সেলে ছিল, আপিল বিভাগ কেন আগে করেনি?
[৩] প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগ কিন্তু বসে থাকেনি। বার থেকে বলে যে, এটা অনেক গুরুত্বপূর্ণ মামলা এটা এখন করতে হবে। আমরা এটাকে অগ্রাধিকার দিয়ে আসছি। আমরা অনেক জেল আপিল করতে পারিনি। আমি এখন বলেছি সিরিয়াল ছাড়া কোনো মামলা হবে না।
[৪] মাহবুবে আলমের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, তার একটা সবচেয়ে বড় কথা ছিল বিচার অঙ্গনে যত অনিয়ম আছে এগুলো দূর করতে হবে। তিনি আমাকে বলেছিলেন, সেন্ট্রাল ফাইলিং করেন। এটা যদি করেন তাহলে কোর্টের ৫০ শতাংশ অনিয়ম দূর হয়ে যাবে। আমি আশা করবো বার সুপ্রিম কোর্ট বার এটা করবে।
[৫] ফোরামের সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে সভায় স্মৃতিচারণ করে আরও বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।