রাহুল রাজ: [২] প্রথমে টসে জিতে রাহুল তৃপাটির ৫১ বলে ৮১ রানে ভর করে কলকাতা সংগ্রহ ১৬৭ রান। চেন্নাই সুপার কিংসের টাইট বোলিংয়ে লক্ষ্য খুব বেশি বড় করতে পারেনি কলকাতা। নিজের জন্মদিনে ব্রাভো ৩ উইকেট নিজের নামে করে নেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২১তম ম্যাচে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এই দুই দল।
[৩] দুই দলই আগে দুটি করে ম্যাচে জিতে এখন সমানে সমানে। প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হয়েছিল কেকেআর -এর। সেই ম্যাচে কলকাতাকে হারিয়ে মুম্বই ৪৯ রানে জয়ী হয়। তারপরে অবশ্য পর পর দুটি ম্যাচে জয়ী হয় দিনেশ কার্তিকের দল কলকাতা।
[৪] একটি ম্যাচে তারা হায়দরাবাদকে হারিয়ে ৭ উইকেটে জয়ী হয়। আর অন্যটিতে রাজস্থানের মত শক্তিশালী দলকে হারিয়ে ৩৭ রানে জয়ী হয় তারা। তবে আগের ম্যাচেই দিল্লির কাছে হেরে গিয়েছিল তারা। সেই ম্যাচে দিল্লি ১৮ রানে জিতে যায়।
[৫] অন্যদিকে চেন্নাই প্রথম ম্যাচে জয়ী হয়েছিল। সেই ম্যাচে মুম্বইকে হারিয়ে ৪ উইকেটে জয়ী হয় তারা। এর পর তিনটি ম্যাচে হেরে গিয়ে আগের ম্যাচে আবারও জয়ী হয় তারা। সেই ম্যাচে পঞ্জাবকে হারিয়ে জয়ী হয়েছিল তারা। এই ম্যাচে তাই দুই দলই চাইবে আবারও জিততে।